You dont have javascript enabled! Please enable it! দিশাবন্দ বধ্যভূমি (কুমিল্লা সদর দক্ষিণ) - সংগ্রামের নোটবুক

দিশাবন্দ বধ্যভূমি (কুমিল্লা সদর দক্ষিণ)

দিশাবন্দ বধ্যভূমি (কুমিল্লা সদর দক্ষিণ) কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কুমিল্লা বিমানবন্দর সংলগ্ন স্থানে অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বহু মানুষকে হত্যা করা হয়।
দিশাবন্দ উত্তর পাড়ার টিলায় পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্প স্থাপন করে। তারা এ ক্যাম্পে নির্যাতনের পর মুক্তিযোদ্ধাসহ বহু মানুষকে হত্যা করে। শহীদদের কয়েকটি মৃতদেহ উত্তর পাড়ার ইসহাক মিয়ার বসত ভিটায় ও কয়েকটি হাফেজ সিদ্দিকুর রহমানের বসত ভিটায় (খাল সংলগ্ন) মাটির দেয়াল ফেলে চাপা দেয় পাকিস্তানি বাহিনী। কিছু শহীদদের লাশের ফেলা হয় একই পাড়া দিয়ে প্রবাহিত খালের মধ্যে। পাকিস্তানি বাহিনীর হাতে বাঙালি নারীদের শুধু সম্ভ্রম হারাতে হয়নি, জীবনও দিতে হয়েছে। দিশাবন্দ বধ্যভূমিতে ধর্ষণের শিকার এক কিশোরীর মৃত্যু হয়। তাকে ধর্ষণ শেষে ফেলে রাখা হয় দিশাবন্দ উত্তর পাড়ার মসজিদ সংলগ্ন আয়েত আলীর বাড়িতে। যুদ্ধের পর ঐ কিশোরীর লাশটি মাটিচাপা দেয়া অবস্থায় মুহুরি বাড়ির পুকুর পাড়ে পাওয়া যায়। বিমানবন্দরের রানওয়ের ঠিক দক্ষিণে বোমার খাদায় ফেলা হয় কয়েকটি লাশ। তাছাড়া দিশাবন্দ পশ্চিম পাড়ার গাজীর পুকুরেও লাশ দেখতে পাওয়া যায়। [মামুন সিদ্দিকী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড