বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের লেখক, সাংবাদিক ও সমাজসেবী দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (১৯৩৩-১৯৭৮) ভারতের লেখক, সাংবাদিক ও সমাজসেবী। তিনি ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশ শিল্পী- সাহিত্যিক সহায়ক সমিতির সম্পাদক ছিলেন। পশ্চিমবঙ্গের অধিকাংশ লেখক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মী এ সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং এর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিতে সহায়তা করেন। দীপেন্দ্ৰনাথ বিভিন্ন সময়ে সভা-সমিতি ও চিত্র প্রদর্শনীর আয়াজন করেন।
মুক্তিযুদ্ধের প্রারম্ভে উপর্যুক্ত সংগঠন স্বাধীন বাংলাদেশ কেন? শীর্ষক ৫৪ পৃষ্ঠার একটি পুস্তিকা প্রকাশ করে। পুস্তিকাটি ভারত জুড়ে জনমত গঠনে সহায়তা করে। ১৯৭১ সালে তিনি দৈনিক কালান্তর এবং দৈনিক পরিচয়-এর সম্পাদক ছিলেন। বাংলাদেশী লেখক ও শিল্পীদের সঙ্গে তিনি নিবিড় যোগাযোগ রক্ষা করতেন। একই সময় তিনি পরিচয় পত্রিকায় ‘বাংলা’ শীর্ষক নতুন সংখ্যা প্রকাশ করেন, যেখানে মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ প্রকাশিত হতো। তিনি ভারতের বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের পক্ষে অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা করেন। দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ১৯৭৮ সালে প্রয়াত হন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালের ২০শে অক্টোবর বাংলাদেশ সরকার তাঁকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করে। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড