দুখ পুকুরপাড় গণহত্যা (নন্দীগ্রাম, বগুড়া)
দুখ পুকুরপাড় গণহত্যা (নন্দীগ্রাম, বগুড়া) সংঘটিত হয় ৪ঠা এপ্রিল। এতে ৮ জন সাধারণ গ্রামবাসী নিহত হয়। নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের বামন গ্রামে দুখ পুকুরপাড় অবস্থিত। রাজাকারদের সহায়তায় পাকিস্তানি বাহিনী এ স্থানে গণহত্যা সংঘটিত করে। পাকসেনারা দুটি জিপ গাড়ি নিয়ে ভাটরা ইউনিয়নের বামন গ্রামের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে ভাগসিমলায় রাস্তায় কাদার কারণে তারা গাড়ি রেখে পায়ে হেঁটে রওনা দেয়। এরপর তারা বামন গ্রামে পৌঁছে হিন্দুপাড়ায় হামলা করে ৮ জন লোককে ধরে নিয়ে দুখ পুকুরপাড়ের পশ্চিম পার্শ্বে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। পাকসেনারা চলে যাওয়ার পর গ্রামের লোকজন পড়ে থাকা লাশগুলোকে জমির সেঁচের গর্তে সমাধিস্থ করে।
দুখ পুকুরপাড় গণহত্যায় নিহতরা হলেন— প্রাণবন্ধু চন্দ্র কবিরাজ (পিতা হর চন্দ্র কবিরাজ, বামন), প্রাণকান্ত চন্দ্ৰ প্রামাণিক (পিতা নীলকান্ত চন্দ্র প্রামাণিক, বামন), পূর্ণচন্দ্ৰ সাহা (পিতা বনমালী চন্দ্র সাহা, বামন), সুখি রবিদাস (পিতা ভরত রবিদাস, ভাগবজর), রামদেব রবিদাস (পিতা রিক্ষয় রবিদাস, ভাগবজর), বলরাম চন্দ্র প্রামাণিক (পিতা প্রহ্লাদ প্রামাণিক, ওলান), রমানাথ সরকার (পিতা শ্যামনাথ সরকার, ওলান) ও রবিচন্দ্র প্রামাণিক (পিতা রঘুনাথ প্রামাণিক, নাগরকান্দি)। [সাহিদুর রহমান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড