You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেপালের সাবেক পুলিশ মহাপরিচালক, রাজনীতিবিদ ও মুক্তিবাহিনীর প্রশিক্ষক দিল বাহাদুর লামা - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেপালের সাবেক পুলিশ মহাপরিচালক, রাজনীতিবিদ ও মুক্তিবাহিনীর প্রশিক্ষক দিল বাহাদুর লামা

দিল বাহাদুর লামা (১৯৩০-২০১৪) নেপালের সাবেক পুলিশ মহাপরিচালক, রাজনীতিবিদ ও মুক্তিবাহিনী-র প্রশিক্ষক। ডি বি লামা নামে অধিক পরিচিত দিল বাহাদুর লামা ১৯৩০ সালের ২১শে মার্চ নেপালের নুয়াকোট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি নেপালি পুলিশ বাহিনীতে ওয়ারেন্ট অফিসার ১ হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮২-৮৬ সময়কালে নেপালের একাদশ পুলিশ মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিনিধি সভা নির্বাচনে তিনি ১৯৯৯ সালে নেপালি কংগ্রেস দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি ২০০১ সালের শের বাহাদুর দেউবার বর্ধিত মন্ত্রিসভায় সাধারণ প্রশাসনের সহকারী মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হন।
নেপালি পুলিশ হাসপাতাল ও নেপালি পুলিশ স্কুল প্রতিষ্ঠা এবং মহিলা কর্মকর্তা নিয়োগ ও ট্র্যাফিক পুলিশ কর্মকর্তাদের পৃথক ইউনিফর্ম চালু করা, পুলিশ বুলেটিন প্রকাশ সংক্রান্ত বিষয়াদির উন্নতিকল্পে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি Ex – Nepalese Policemen’s Organization-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। দেশ সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ নেপালের রাজা কর্তৃক তাঁকে অর্ডার অব ত্রিশক্তি পত্তা, অর্ডার অব গোর্খা দক্ষিণ বাহু ইত্যাদি খেতাবে ভূষিত করা হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে পুলিশ সুপারিনটেনডেন্ট দিল বাহাদুর লামা তাঁর সরকারের নির্দেশে বাংলাদেশের দিনাজপুর সীমান্তবর্তী এলাকায় মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও যুদ্ধ প্রশিক্ষণ প্রদানের কাজে নিয়োজিত ছিলেন। তাঁর পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচির ফলে অত্র এলাকার মুক্তিযোদ্ধারা অস্ত্র প্রশিক্ষণে পারদর্শিতা লাভ এবং অপারেশনে সাফল্য অর্জন করেন। তিনি ২০১৪ সালের ২৫শে মার্চ মৃত্যুবরণ করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২৪শে মার্চ ২০১৩ দিল বাহাদুর লামা-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড