You dont have javascript enabled! Please enable it! দারোয়ানী টেক্সটাইল মিলস বধ্যভূমি ও গণকবর (নীলফামারী সদর) - সংগ্রামের নোটবুক

দারোয়ানী টেক্সটাইল মিলস বধ্যভূমি ও গণকবর (নীলফামারী সদর)

দারোয়ানী টেক্সটাইল মিলস বধ্যভূমি ও গণকবর (নীলফামারী সদর) নীলফামারী জেলা শহর থেকে সৈয়দপুরের পথে অবস্থিত। এখানে পাকিস্তানের সমর্থক অবাঙালি গোষ্ঠীর প্রাধান্য ছিল। ২৩শে মার্চ থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত এ বধ্যভূমিতে হত্যাকাণ্ড সংঘটিত হয়। পাকসেনা ও তাদের দোসররা দারোয়ানী টেক্সটাইল মিলস গণকবরে নীলফামারী শহর ও আশপাশের বহুসংখ্যক মানুষ ধরে এনে হত্যা করে পুঁতে রাখে।
দারোয়ানী টেক্সটাইল মিলস বধ্যভূমিতে শহীদদের কয়েকজন হলো- ব্রজনাথ ঘোষ (বোথা বাবু), স্বপন ঘোষ (পিতা ব্রজনাথ ঘোষ), তপন ঘোষ (পিতা ব্রজনাথ ঘোষ), হেমন্ত ডাক্তার, বিশু (চৌরঙ্গীর মোড়), শম্ভু (চৌরঙ্গীর মোড়) প্রমুখ। এরা সবাই নীলফামারী পৌরসভার বাসিন্দা। বিহারি কাওছারের নেতৃত্বে ১০-১২ জন রাজাকার ১২ই এপ্রিল নিজ বাড়ি থেকে প্রথমে ব্রজনাথ ঘোষ ও পরে তার পুত্র স্বপন ও তপনকে তুলে নিয়ে যায়। তাদেরকে স্থানীয় ডাকবাংলোয় স্থাপিত পাকসেনা ক্যাম্পে নিয়ে নির্যাতন করে দারোয়ানী টেক্সটাইল মিলস বধ্যভূমিতে হত্যা করে। রাজাকার আব্দুল্লাহ, তয়ব আলী খান, এডভোকেট আব্দুল লতিফ, কাওছার বিহারি, মজিদ বিহারি ও তার ছেলেরা পাকিস্তানিদের হত্যা ও গণহত্যায় সহায়তা দিত। [আহম্মেদ শরীফ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!