You dont have javascript enabled! Please enable it! 1971.04.29 | দাড়িয়াল গণহত্যা (বাকেরগঞ্জ, বরিশাল) - সংগ্রামের নোটবুক

দাড়িয়াল গণহত্যা (বাকেরগঞ্জ, বরিশাল)

দাড়িয়াল গণহত্যা (বাকেরগঞ্জ, বরিশাল) সংঘটিত হয় ২৯শে এপ্রিল। এতে অনেক নিরীহ মানুষ হত্যার শিকার হয়। বাকেরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন দাড়িয়াল। ঘটনার দিন দুপুর ২টার দিকে পাকিস্তানি সৈন্যরা বরিশাল থেকে নৌপথে গানবোটযোগে সাহেবের হাট ও লাহারহাট হয়ে আড়িয়াল খাঁ নদীর মধ্যে দিয়ে চরদাড়িয়াল পুরাতন লঞ্চঘাট রহমান মাস্টার বাড়ির ঘাটে অবতরণ করে। স্থানীয় রাজাকারদের সহযোগিতায় তারা দাড়িয়াল এবং বারজীবী পাড়ায় আক্রমণ চালিয়ে ব্যাপক গণহত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগ করে। তাদের হাত থেকে মানসিক প্রতিবন্ধী, অতিশয় বৃদ্ধ কেউই রক্ষা পায়নি।
দাড়িয়াল গণহত্যায় পাকিস্তানি বাহিনী অনেক নিরীহ মানুষকে হত্যা করে। তাদের মধ্যে ৭ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- জামির মোল্লা (৬৫) (পিতা রহিম মোল্লা; কৃষক), সুরেন চন্দ্র কারার (৭০) (পিতা চণ্ডীচরণ কারার; কৃষক), মথুরানাথ কারার (৮০) (পিতা দীনবন্ধু কারার), চিন্তামণি পাথর (৮০) (স্বামী চন্দ্র কুমার পাথর), নবতারা মিত্র (৮০) (স্বামী ঈশ্বচন্দ্র মিত্র), পরেশ সিকদার (৫০) (পিতা নারায়ণ চন্দ্র সিকদার; কৃষক) ও রাজ বিহারী হাওলাদার (৭০)। [মনিরুজ্জামান শাহীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড