You dont have javascript enabled! Please enable it! 1971.12.03 | দাদরা কামার বাড়ি গণহত্যা (তারাকান্দা, ময়মনসিংহ) - সংগ্রামের নোটবুক

দাদরা কামার বাড়ি গণহত্যা (তারাকান্দা, ময়মনসিংহ)

দাদরা কামার বাড়ি গণহত্যা (তারাকান্দা, ময়মনসিংহ) সংঘটিত হয় ৩রা ডিসেম্বর। ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের কামার বাড়িতে পাকসেনা ও রাজাকাররা এ গণহত্যা সংঘটিত করে। এদিন তারা একই পরিবারের ৫ জনকে নির্মমভাবে হত্যা করে। কেবল হত্যা নয়, সেদিন তারা গ্রামে লুণ্ঠন, অগ্নিসংযোগ ও নারীদের ওপর পাশবিক নির্যাতনও করে।
ঘটনার দিন বেলা ২টার দিকে ২০-২৫ জন পাকিস্তানি হানাদার সেনা, রাজাকার ও শান্তি কমিটির সদস্য দাদরা কামার বাড়ি ঘেরাও করে। তারা প্রথমে কামার বাড়ির মালামাল লুট করে। এরপর বাড়ির ৫ জনকে আটক করে তাদের ওপর অমানবিক নির্যাতন চালায়। নির্যাতন শেষে পুকুর পাড়ে দাঁড় করিয়ে তাদের গুলি করে হত্যা করে। এরপর অগ্নিসংযোগ করে পুরো বাড়ি ভস্মীভূত করে দেয়। সেদিন পাকিস্তানি হানাদার সৈন্যদের বিশেষভাবে সহায়তা করে মাসকান্দার আমছর আলী, তারাকান্দার কাবিলসহ ১৫-২০ জন রাজাকার। এদিন শুধু দাদরা কামার বাড়ি নয়, পুরো দাদরা গ্রাম পাকিস্তানি সেনা ও রাজাকাররা তছনছ করে। গ্রামের একজন মুক্তিযোদ্ধার বোনসহ বেশ কয়েকজন নারী পাশবিক নির্যাতনের শিকার হন। গণহত্যায় নিহত ব্যক্তিরা হলেন- হেরম্ব চন্দ্র ভৌমিক (পিতা দীননাথ ভৌমিক), উপেন্দ্র চন্দ্র ভৌমিক (পিতা দীননাথ ভৌমিক), ধীরেন্দ্র চন্দ্র ভৌমিক (পিতা রাজচরণ ভৌমিক), বীরেন্দ্র চন্দ্র সিংহ (পিতা দশরথ সিংহ) ও প্রসন্ন কুমার রায় (পিতা রামসুন্দর রায়)। নিহতদের কামার বাড়ির পুকুরপারে গণকবর দেয়া হয়। এ গণকবর এখনো যথাযথভাবে সংরক্ষিত হয়নি। [আলী আহাম্মদ খান আইয়োব]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড