You dont have javascript enabled! Please enable it!

দত্তনগর যুদ্ধ (মহেশপুর, ঝিনাইদহ)

দত্তনগর যুদ্ধ (মহেশপুর, ঝিনাইদহ) সংঘটিত হয় নভেম্বরের শেষদিকে। এতে পাকিস্তানি বাহিনীর বেশ কয়েকজন সৈনিক নিহত হয়। অপরদিকে একজন মুক্তিযোদ্ধা আহত হন।
মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নভুক্ত করিঞ্চা, গোকুলনগর ও হুদাকুশোডাঙ্গা মৌজা এবং জীবননগর উপজেলার পাথিলা ও মথুরা মৌজার অংশবিশেষ নিয়ে দত্তনগর কৃষি খামার গঠিত। এ অঞ্চলটি ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী। কৃষি খামারের ভবনগুলোতে পাকিস্তানি বাহিনীর ঘাঁটি ছিল। নভেম্বরের শেষদিকে কমান্ডার মাহতাব, আবদুল মালেক, নাসির, নিজাম, শাহজাহান, ফজলু, আমির হামজাসহ ৪০-৫০ জন মুক্তিযোদ্ধা পাকিস্তানি বাহিনীর এ ঘাঁটিতে আক্রমণ করেন। মুক্তিযোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে পাকিস্তানি সেনারা ভোররাতের দিকে ঘাঁটি ছেড়ে জীবননগর বাজারের দিকে পালিয়ে যায়। এ-যুদ্ধে পাকিস্তানি বাহিনীর বেশ কয়েকজন সৈনিক নিহত হয়। অপরদিকে মুক্তিযোদ্ধাদের মধ্যে আমির হামজা আহত হন। [অশোক বিশ্বাস]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!