You dont have javascript enabled! Please enable it! 1971.06.24 | দক্ষিণ বাহাগিলী গণহত্যা (কিশোরগঞ্জ, নীলফামারী) - সংগ্রামের নোটবুক

দক্ষিণ বাহাগিলী গণহত্যা (কিশোরগঞ্জ, নীলফামারী)

দক্ষিণ বাহাগিলী গণহত্যা (কিশোরগঞ্জ, নীলফামারী) সংঘটিত হয় ২৪শে জুন। পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাপ্টেন জাবেদের নেতৃত্বে ঘাতকরা এ গণহত্যা চালায়। এতে ১০ জন সাধারণ মানুষ শহীদ হন। শহীদদের মধ্যে ৭ জনের নাম ও ১ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সেলিম উদ্দিন, মাহবত, শুকারু, হাছিনা, আতাহার, আতিয়ার রহমান, মহিউদ্দিন এবং তার স্ত্রী। গণহত্যার পর পাকবাহিনী গ্রামে ব্যাপক লুণ্ঠন ও ধ্বংসযজ্ঞ চালায়। [এস এম সারওয়ার মোর্শেদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড