দক্ষিণ ভূর্ষি গণহত্যা (পটিয়া, চট্টগ্রাম)
দক্ষিণ ভূর্ষি গণহত্যা (পটিয়া, চট্টগ্রাম) সংঘটিত হয় ৪ঠা মে। এতে ৮ জন সাধারণ মানুষ শহীদ হন।
ঘটনার দিন স্থানীয় দোসর খুইল্যা মিয়া (গোবিন্দারখীল), কামাল উদ্দিন (কেলিশহর), ফজল করিম (হাইদগাঁও), এজাহার মিয়া (দক্ষিণ ভূর্ষি), লিয়াকত আলী (দক্ষিণ ভূর্ষি), সুলতান আহমেদ (দক্ষিণ ভূর্ষি), আবদুস সাত্তার (দক্ষিণ ভূর্ষি), আলি আহমেদ প্রমুখকে নিয়ে পাকিস্তানি বাহিনী দক্ষিণ ভূর্ষি এলাকায় আসে। তারা স্থানীয় ৮জন লোককে হত্যা করে এবং অনেক বাড়িঘর লুট করে জ্বালিয়ে দেয়। অনেক নারীকে ধর্ষণ করে। এই গণহত্যা, লুট-তরাজ, নারীধর্ষণ ও অগ্নিসংযোগের বিরুদ্ধে ১৯৭২ সালের ১৯শে মার্চ পটিয়া থানায় উল্লিখিত দোসরদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়। বাদির নাম কৃষ্ণশঙ্কর মিত্র (পিতা মধুসূদন মহাজন, দক্ষিণ ভূর্ষি; মামলা নং-৩৩)। [শামসুল আরেফীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড