You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাবেক মন্ত্রী, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ত্রিগুণা সেন

ত্রিগুণা সেন, পদ্মভূষণ (১৯০৫-১৯৯৮) ভারতের সাবেক মন্ত্রী, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। তিনি ১৯০৫ সালের ২৪শে ডিসেম্বর অবিভক্ত ভারতের (বর্তমান বাংলাদেশের) সিলেটে জন্মগ্রহণ করেন। ভারতীয় বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণকারী ত্রিগুণা সেন মাত্র ১৬ বছর বয়সে বোমা তৈরি করে কিছু সংখ্যক ব্রিটিশ উচ্চপদস্থ ব্যক্তির ওপর নিক্ষেপ করেন। গ্রেফতার এড়ানোর জন্য তাঁর পরিবারের সহযোগিতায় গোপনে তাঁকে জার্মানিতে প্রেরণ করা হয়। সেখানে তিনি প্রকৌশল বিষয়ে অধ্যয়ন করেন এবং পরবর্তীকালে ভারতে প্রত্যাবর্তন করেন। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় (১৯৫৫) তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এ বিশ্ববিদ্যালয়ের প্রথম রেক্টর ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত 5 ছিলেন। তার মধ্যে বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় (স্বল্পকালীন উপাচার্য), ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে মানসম্মত 5 শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। দেশ সেবায় অবদানের জন্য তিনি ১৯৬৫ সালে ‘পদ্মভূষণ’ খেতাবে ভূষিত হন। ১৯৬৭ সালে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রীর দায়িত্ব অর্পণ করেন। তিনি ১৯৬৭-১৯৭৪ সময়ে রাজ্যসভার নির্বাচিত সদস্য ছিলেন। ভারতের জাতীয় শিক্ষা নীতিমালা প্রণয়নের সঙ্গেও তিনি। সম্পৃক্ত ছিলেন। ১৯৬৯ থেকে ১৯৭১ এ সময়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পেট্রোলিয়াম, কেমিক্যাল ও খনিজ। পদার্থ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালের ১১ই জানুয়ারি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ত্রিগুণা সেন পার্লামেন্ট, কূটনৈতিক মিশন, ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদপত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে ও পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক র সংঘটিত গণহত্যার বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করেন। তিনি নিয়মিত শরণার্থী শিবির পরিদর্শন করে। ত্রাণকার্য পরিচালনা করতেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ। মুজিবুর রহমান-এর আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফরে আসেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০শে অক্টোবর ২০১২ ড. ত্রিগুণা সেন-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!