১৪ এপ্রিল ১৯৭১ঃ জুলফিকার আলী ভুট্টো
পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সংকট নিয়ে সোভিয়েত ইউনিয়ন যে ভুমিকা রাখছে তাতে পাকিস্তানের জনগনের পক্ষ থেকে জুলফিকার আলী ভুট্টো তার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছেন। সোভিয়েত প্রেসিডেন্ট কোসিগিন পাকিস্তানের প্রেসিডেন্ট এর কাছে যে পত্র লিখেছেন তাকে তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে সুস্পষ্ট হস্তক্ষেপ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন চীন পাকিস্তানের ব্যাপারে যে ভুমিকা রাখছে তা ঠিক। কোসিগিনের বানীর জবাবে ইয়াহিয়া যে জবাব দেন তার তিনি প্রসংশা করেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া সোভিয়েত প্রেসিডেন্টকে জাতিসংঘ সনদ ও বান্দুং সম্মেলনের নীতির কথা স্মরন করিয়ে দেন। তিনি বলেন সোভিয়েত ইউনিয়ন একটি বৃহৎ শক্তি এবং পাকিস্তানের প্রতিবেশী। পাকিস্তান সবসময় সোভিয়েত ইউনিয়নের সাথে ভালো সম্পর্ক আশা করে। তিনি বিদেশী হস্তক্ষেপ বন্ধ করার জন্য এর বিরুদ্ধে প্রবল জনমত গড়ে তোলার জন্য জনগনের প্রতি আহ্বান জানান।