You dont have javascript enabled! Please enable it! 1971.05.17 | তেরড্রোন গণহত্যা (উজিরপুর, বরিশাল) - সংগ্রামের নোটবুক

তেরড্রোন গণহত্যা (উজিরপুর, বরিশাল)

তেরড্রোন গণহত্যা (উজিরপুর, বরিশাল) সংঘটিত হয় ১৭ই মে। এতে ৬ জন নিরীহ গ্রামবাসী শহীদ হন। উজিরপুর উপজেলার একটি ছোট গ্রাম তেরড্রোন। বরিশাল সদর থেকে ২২ কিমি দূরে সন্ধ্যা নদীর তীরে এ গ্রামটির অবস্থান। ১৭ই মে পাকিস্তানি বাহিনী বরিশাল থেকে গানবোটে গুঠিয়া বাজারে প্রবেশ করে এবং গণহত্যা চালায়। এরপর রাজাকারদের দেখানো পথে তারা পায়ে হেঁটে পশ্চিম দিকে তেরড্রোন গ্রামে প্রবেশ করে হাওলাদার বাড়ি ও দফাদার বাড়িতে অগ্নিসংযোগ করে। তারা হাওলাদার বাড়ির উঠানে অবস্থানরত দুই ভাই আবদুস সোবাহান এবং আবদুল কাদেরকে গুলি করে হত্যা করে। তারা ঘরের ভেতরে থাকা মোসলেম হাওলাদার (৬০) এবং তার পুত্র আইয়ুব আলী হাওলাদার (২০)-কেও গুলি করে হত্যা করে। মোসলেম হাওলাদারের আরেক পুত্র আশ্রাব আলী হালাদার গুলিবিদ্ধ হয়ে বেঁচে যান। এ-সময় পাকিস্তানি বাহিনীর ভয়ে গ্রামের লোকজন পালানোর চেষ্টা করলে হানাদাররা তাদের পেছন থেকে গুলি করে হত্যা করে। তেরড্রোন গ্রাম গণহত্যায় ৬ জন গ্রামবাসী শহীদ হন। তারা হলেন- মোসলেম হাওলাদার (৬০) (পিতা আইজদ্দিন হাওলাদার), আইয়ুব আলী হাওলাদার (২০) (পিতা মোসলেম হাওলাদার), গণি হাওলাদার (৩৫) (পিতা শমসের হাওলাদার), আবদুস সোবাহান হাওলাদার (৪০) (পিতা মুনতাজউদ্দিন), আবদুল কাদের হাওলাদার (৪০) (পিতা মুনতাজউদ্দিন) ও আবদুস সালেক (পিতা রহমালী মুন্সি)। [মনিরুজ্জামান শাহীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড