তেররসিয়া গণহত্যা (চাঁপাইনবাবগঞ্জ সদর)
তেররসিয়া গণহত্যা (চাঁপাইনবাবগঞ্জ সদর) সংঘটিত হয় ১০ই অক্টোবর। এদিন ভোর ৫টায় পাকহানাদার বাহিনী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ইসলামপুর ইউনিয়নের তেররসিয়া গ্রামে হানা দেয় এবং এ গ্রামের বহু নিরীহ মানুষকে হত্যা করে। সারা গ্রামে অগ্নিসংযোগ ও লুণ্ঠন চালায়। গোয়ালে তাদের দেয়া আগুনে অনেক অসহায় গবাদি পশু মারা যায়। তারা বৃদ্ধ পিতার সামনে পুত্রকে হত্যা এবং স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করে। মায়ের বুক থেকে শিশু সন্তানকে কেড়ে নিয়ে আছড়ে হত্যা করে।
সেদিন পাকহানাদারদের হাতে প্রাণ হারান তেররসিয়া গ্রামের মারফত আলী (পিতা হাসিমুদ্দিন বিশ্বাস), নৈমুদ্দিন (পিতা ইয়ার মোহাম্মদ মোল্লা), মানিক (পিতা হাসিমুদ্দিন বিশ্বাস), আ. মজিদ, (পিতা সাবরুত মোল্লা), নইমুদ্দিন, (পিতা আমিজুদ্দিন), আনেসুর (পিতা জিয়ারুদ্দিন), ইয়াসিন আলী, (পিতা সলেমান আলী), হাবিবুর রহমান, (পিতা আইনাল হক চৌধুরী), ফাইজুদ্দিন, (পিতা বকতার আলী হাজী), আবদুর রহমান, (পিতা বকতার আলী হাজী), ফাজিলা (পিতা বকতার আলী হাজী), ওসমান আলী (পিতা নিয়াজুদ্দিন), লুৎফল হক (পিতা মারফর আলী), আবদুর রহমান (পিতা হাজী বখতার), ফাইজুদ্দিন (পিতা হাজী বখতার), সাজ্জাদ হোসেন (পিতা আবদুর রহমান), শুকুর। উদ্দিন (পিতা ইদ্রিশ আলী), আমিনুল ইসলাম (পিতা গিয়াস ম উদ্দিন), গোলাম মোস্তফা (পিতা তৈয়ব আলী), মোবারক 3 আলী (পিতা আরশাদ আলী), ধুলু চৌধুরী (পিতা কালু র চৌধুরী), কামরুল (পিতা গিয়াস উদ্দিন), দানেশ মহাজন (পিতা শামসুদ্দীন), ফাইনুস আলী (পিতা সেরাজউদ্দিন বিশ্বাস), সাজ্জাদ হোসেন (পিতা আমজাদ হোসেন), ইলিয়াস উদ্দীন (পিতা সেরাজউদ্দীন), আলতাব (পিতা মতিউর রহমান), কলিম মোল্লা (পিতা ইসমাতুল্লাহ), কুদ্দুস (পিতা কাবাতুল্লাহ), জমসেদ আলী (পিতা ফরিজুদ্দিন), নুরু র (পিতা লাল মোহাম্মদ), জাহির (পিতা কুদ্দুস), শরিফন নেসা (স্বামী আবদুল কুদ্দুস), ভাদু পণ্ডিত (পিতা দেরাজউদ্দীন বিশ্বাস), সেকান্দার আলী (পিতা সাধু), আমজাদ হোসেন (পিতা সেরাজউদ্দিন), আব্দুল খালেক নী (পিতা আমজাদ হোসেন), আয়েশ উদ্দিন (পিতা বিলায়েত হোসেন), জিল্লার রহমান (পিতা গোলাম মুন্সী), হোসেন স আলী (পিতা এমাজউদ্দিন), আজাহার আলী (পিতা গোলাম মহাম্মদ বিশ্বাস), ফতে মহাম্মদ আলী (পিতা গোলাম স মহাম্মদ বিশ্বাস), মোজাফফর হোসেন (পিতা আবদুর রহমান), আবদুল মতিন (পিতা আবদুর রহমান), শাহজাহান আলী ফড়িং (পিতা করিম সরকার), মোনতাজ আলী ভুটু (পিতা করিম সরকার), আবদুল হাকিম (পিতা গাফ্ফার মুন্সী), আবদুস সাকিম (পিতা গাফ্ফার মুন্সী), গিয়াস উদ্দিন (পিতা লাল মোহাম্মদ), ইলিয়াস উদ্দীন (পিতা আমজাদ বিশ্বাস), সাজ্জাদ মণ্ডল (পিত কলিম মণ্ডল), লাল মোহাম্মদ, আরশাদ আলী, নুহু মিয়া, আবদুল মজিদ প্রমুখ। [মাযহারুল ইসলাম তরু]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড