You dont have javascript enabled! Please enable it!

তেরশ্রী গণহত্যা (ঘিওর, মানিকগঞ্জ)

তেরশ্রী গণহত্যা (ঘিওর, মানিকগঞ্জ) সংঘটিত হয় ২২শে নভেম্বর। এতে তেরশ্রীর জমিদার সিদ্ধেশ্বরী রায় প্রসাদ চৌধুরীসহ ৩৫ জন মানুষ নির্মম হত্যার শিকার হন। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় অবস্থিত তেরশ্রী হিন্দু অধ্যুষিত ঐতিহ্যবাহী একটি গ্রাম। ঘিওর উপজেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। ২২শে নভেম্বর ভোরে স্থানীয় দালাল আবদুর রাজ্জাক ভুটন ও শাহাদাত হোসেন ফকিরের সহযোগিতায় পাকহানাদার বাহিনী ঘিওর থেকে তেরশ্রীতে গিয়ে নৃশংস গণহত্যা চালায়। এদিন তারা নির্মমভাবে ৩৫ জন মানুষকে হত্যা করে। তেরশ্রী গণহত্যায় শহীদরা হলেন- সিদ্ধেশ্বরী রায় প্রসাদ চৌধুরী (জমিদার, তেরশ্রী), মো. আতিয়ার রহমান (অধ্যক্ষ, তেরশ্রী কলেজ, ঘিওর), সাধন কুমার (ছাত্র, তেরশ্রী কলেজ), বিপ্লব কুমার সাহা (ছাত্র, তেরশ্রী কলেজ), সচীন্দ্রনাথ গোস্বামী (পুজারি, তেরশ্রী জমিদার বাড়ি), মাখন চন্দ্র সরকার (দপ্তরি, তেরশ্রী কলেজ), রমজান আলী (বেইলজুরী, ঘিওর), মহেন্দ্রনাথ সরকার (তেরশ্রী), নিতাই চন্দ্র দাস (তেরশ্রী), শ্যামলাল সূত্রধর (তেরশ্রী), জগদীশ চন্দ্র দাস (তেরশ্রী), যোগেশ সূত্রধর (তেরশ্রী), নারায়ণ সূত্রধর (তেরশ্রী), রামচরণ সূত্রধর (তেরশ্রী), দেলবর আলী (বরুরিয়া), মাধব দত্ত (বরুরিয়া), যাদব দত্ত (বরুরিয়া), যুগেশ (বরুরিয়া), শ্যামপদ নাগ (বরুরিয়া), মো. গেদা মিয়া (বরুরিয়া), রাধাবল্লভ রায় (বরুরিয়া), মো. কছিম উদ্দিন (বরুরিয়া), মো. এখলাস মোল্লা (বরুরিয়া), মো. তফিল উদ্দিন (বরুরিয়া), মো. ওয়াজ উদ্দিন (বরুরিয়া), সাধুচরণ দাস (বরুরিয়া), সুধন চন্দ্র দাস (বরুরিয়া), সুরেন্দ্র দাস (বরুরিয়া), মণীন্দ্ৰ চন্দ্ৰ দাস (বরুরিয়া), গৌর চন্দ্র দাস (বরুরিয়া), যোগেশ চন্দ্র দাস (বরুরিয়া), শ্রীমন্ত দাস (বরুরিয়া), প্রাণ গোবিন্দ সাহা (বরুরিয়া), যোগেশ ঘোষ (ঘিওর) ও জ্ঞানেন্দ্র ঘোষ (ঘিওর)। জমিদার সিদ্ধেশ্বরী রায় প্রসাদ চৌধুরী পাকবাহিনীর ভয়ে জীবন বাঁচানের জন্য পালিয়ে এসে গ্রামের একটি বাঁশঝাড়ে আত্মগোপন করেছিলেন। রাজাকাররা তাঁকে খুঁজে বের করে পাকবাহিনীর হাতে তুলে দেয়। অতঃপর তাঁর পরনের ধুতি শরীরে পেঁচিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে তাঁকে পুড়িয়ে হত্যা করে। পাকবাহিনী চলে গেলে বিকেলে তেরশ্রী গ্রামের গণকবরে শহীদদের লাশ সমাহিত করা হয়। তেরশ্রী গণহত্যায় শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। [শফিউদ্দিন তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!