You dont have javascript enabled! Please enable it! 1971.05.12 | তেলিয়াপাড়া বাজার গণহত্যা (মাধবপুর, হবিগঞ্জ) - সংগ্রামের নোটবুক

তেলিয়াপাড়া বাজার গণহত্যা (মাধবপুর, হবিগঞ্জ)

তেলিয়াপাড়া বাজার গণহত্যা (মাধবপুর, হবিগঞ্জ) সংঘটিত হয় ১২ই মে। এদিন পাকিস্তানি সেনারা এখানে কতজনকে হত্যা করে তার সঠিক হিসাব পাওয়া যায়নি। তবে ৩১ জনের নাম জানা গেছে। তারা হলেন- কৃষ্ণকুমার দেবনাথ, আসলম উদ্দিন, আবু মিয়া, গফুর আলী, শক্কত আলী, আনছর আলী, ইনুছ আলী, আয়ুব আলী, আব্দুর রউফ ও খেলু মিয়া (সুরমা); নাদির হোসেন, তফাজ্জল চৌধুরী, বুধু মিয়া চৌধুরী ও জাকির হোসেন (বড়দলিয়া); কালীচরণ, বিদ্যাচরণ বাগতি, নারায়ণ ভূমিজ, হিরামন পাঁচি, চান্দা মুণ্ডা, মনিলাল ঘাটোয়াল ও বাচ্চু মুণ্ডা (সুরমা চা বাগান); বিনোদ দেব ও কাজী সফর আলী (তেলিয়াপাড়া); এরশাদ আলী ও আব্দুল হাসিম (আন্দিউড়া); সাবির মিয়া ও আবুল মিয়া (চা দোকানী); জজ মিয়া ও ঝারু মিয়া (ফরাদপুর); আশু মিয়া ও আলফু মিয়া (শাহপুর)। [মুহম্মদ সায়েদুর রহমান তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড