তালোন্দো রাজবাড়ি রাজাকার ক্যাম্প অপারেশন (তানোর, রাজশাহী)
তালোন্দো রাজবাড়ি রাজাকার ক্যাম্প অপারেশন (তানোর, রাজশাহী) পরিচালিত হয় ১২ই নভেম্বর। এর ফলে রাজাকারদের ক্যাম্পটি মুক্তিযোদ্ধাদের দখলে আসে।
তানোর থানা থেকে ৪-৫ কিলোমিটার দূরে তালোন্দো রাজবাড়ি অবস্থিত। এখানে ১১ জন রাজাকার একটি ক্যাম্প স্থাপন করে এলাকার মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের ওপর অকথ্য নির্যাতন চালাত। তাদের এই নির্যাতন বন্ধ করার উদ্দেশ্যে ১২ই নভেম্বর রাত ১টার দিকে রাজবাড়ির দক্ষিণ ও পূর্ব দিক থেকে কমান্ডার আব্দুল ওহাবের (কামারগাঁ) নেতৃত্বে নুরুল ইসলাম (মাদারীপুর), এলেম উদ্দীন (কামারগাঁ), মো. সিদ্দিকুর রহমান (পরিজুনপাড়া, মোহনপুর), সরদার ফয়েজকবর উদ্দীন (মালখিরা), আবদুল মজিদ (সরঞ্জই), আনিসুর রহমান (কালীগঞ্জ মহাবিদ্যালয়), আব্দুল রাজ্জাক (তালোন্দো হাইস্কুল) প্রমুখ মুক্তিযোদ্ধা রাজাকার ক্যাম্প আক্রমণ করেন। তাঁদের গোলাগুলির সামনে টিকতে না পেরে রাজাকাররা ১টি মার্ক, ৪টি রাইফেল ও ৫টি বন্দুক ফেলে ক্যাম্প ছেড়ে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা ক্যাম্পটি দখল করে নেন। [আখতারুজ্জাহান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড