You dont have javascript enabled! Please enable it! 1971.09.20 | তারানগর-বাউলাপাড়া গণহত্যা (আত্রাই, নওগাঁ) - সংগ্রামের নোটবুক

তারানগর-বাউলাপাড়া গণহত্যা (আত্রাই, নওগাঁ)

তারানগর-বাউলাপাড়া গণহত্যা (আত্রাই, নওগাঁ) সংঘটিত হয় ২০শে সেপ্টেম্বর। এতে ১৩ জন সাধারণ মানুষ শহীদ হন।
২০শে সেপ্টেম্বর বান্দাইখাড়া গণহত্যা শেষে পাকবাহিনী ৯টি নৌকাযোগে ফিরে আসছিল। পথে কমান্ডার ওহিদুর রহমান- ও কমান্ডার মকলেছুর রহমান রাজার যৌথ গ্রুপের সঙ্গে তারানগর ও বাউল্লাপাড়া এলাকায় পাকবাহিনীর যুদ্ধ হয়। এ-যুদ্ধে প্রায় ১০০ পাকসেনা নিহত হয়। যুদ্ধের পর সন্ধ্যার আঁধারে মুক্তিযোদ্ধারা নিরাপদ আশ্রয়ে চলে গেলে জীবিত পাকসেনারা তারানগর ও বাউল্লাপাড়া গ্রামদুটিতে অগ্নিসংযোগ করে এবং গণহত্যা চালায়। এতে দুই গ্রামের ১৩ জন নিরীহ মানুষ শহীদ হন। তাঁরা হলেন- বাউল্লাপাড়া গ্রামের গরীবুল্যা মণ্ডল, হুরনা মণ্ডল, লইমুদ্দিন সরদার, লায়েব আলী সরদার, লিলমুদ্দিন সরদার, ইয়াছিন আলী মণ্ডল, মকবুল হোসেন মণ্ডল, আজিজার মণ্ডল, সখিমদ্দিন মণ্ডল, ময়েজ উদ্দিন প্রামাণিক, মোছাম্মৎ মিরজান এবং তারানগর গ্রামের মমতাজ উদ্দিন মণ্ডল ওরফে মণ্ডা ও ইয়ার উদ্দিন মণ্ডল। [ফরিদুল আলম পিন্টু]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড