You dont have javascript enabled! Please enable it! 1971.08.14 | তানোর বাতাশপুর রাজাকার ক্যাম্প অপারেশন (তানোর, রাজশাহী) - সংগ্রামের নোটবুক

তানোর বাতাশপুর রাজাকার ক্যাম্প অপারেশন (তানোর, রাজশাহী)

তানোর বাতাশপুর রাজাকার ক্যাম্প অপারেশন (তানোর, রাজশাহী) পরিচালিত হয় ১৪ই আগস্ট। এ ক্যাম্পটির অবস্থান ছিল তানোর থানা থেকে দুই কিলোমিটার উত্তরে। ঘটনার দিন রাতে বাঁকাপুর মুক্তিবাহিনী ক্যাম্পের সেক্টর কমান্ডার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ওহাব, নুরুল ইসলাম সরদার, ময়েজউদ্দীন, সরদার এলেমউদ্দীন, মজিদ প্রমুখ মুক্তিযোদ্ধা ক্যাম্পটি আক্রমণ করেন। হঠাৎ আক্রমণে দিশেহারা হয়ে রাজাকাররা অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে যায়। তাদের ১৪ জন মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে। সেকেন্দার আলী (পিতা ময়েনউদ্দিন মৌলভী, আতানারায়ণপুর) নামে একজন রাজাকার নিহত হয়। এ অপারেশনের মাধ্যমে বাতাশপুর রাজাকার ক্যাম্পটি মুক্তিযোদ্ধাদের দখলে আসে। অপারেশনে অংশগ্রহণকারী অন্যান্য মুক্তিযোদ্ধারা হলেন- মো. রহমতুল্লা মোল্লা (মোহনপুর), এমদাদুল হক (পিতা ইমাজউদ্দিন, বেলনা), নূর মোহাম্মদ (পিতা দীন মোহাম্মদ, আমরাইল), নাজমুল হক (জাহানাবাদ), আজিজুর রহমান (নওনগর), ইদ্রিস আলী (পিতা তছির উদ্দিন (মৌপাড়া), রমজান আলী (মান্দা), আব্দুল মালেক (পিতা হামিদ খান, গোপালপুর), ইদ্রিস আলী (পিতা জাফর আলী, ধোপাঘাটা), বদরউদ্দিন (পিতা জয়নাল আবেদিন, মহানগর) এবং লোকমান হাকিম (পিতা সোলাইমান, হরিদাগাছী)। [আখতারুজ্জাহান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড