You dont have javascript enabled! Please enable it!

তাজুরপাড়া যুদ্ধ (সারিয়াকান্দি, বগুড়া)

তাজুরপাড়া যুদ্ধ (সারিয়াকান্দি, বগুড়া) সংঘটিত হয় ১৯শে সেপ্টেম্বর। এতে শত্রুপক্ষের কয়েকজন সৈন্য নিহত হয় এবং বাকিরা পালিয়ে যায়।
সারিয়াকান্দি উপজেলার তাজুরপাড়া গ্রামে ইবনে আজিজ মন্টু সরদারের বাড়ি ছিল মুক্তিযোদ্ধাদের শক্ত ঘাঁটি। সেখানে বসে তাঁরা বিভিন্ন পরিকল্পনা করতেন। সেপ্টেম্বর মাসের প্রথম দিকে পাকিস্তানি বাহিনী রাজাকারদের সহযোগিতায় এ গ্রামের অনেক বাড়িঘর পুড়িয়ে দেয়। তারা আজিজ সরদারের বাড়ি দখল করে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে। ঐ ক্যাম্পে ২০-২৫ জন পাকিস্তানি সৈন্য ও রাজাকার সব সময় অবস্থান করত। ১৯শে সেপ্টেম্বর মীর মঞ্জুরুল হক সুফীর নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা তাজুরপাড়া গ্রামে ঢুকে পাকিস্তানি বাহিনীর একটি দলকে ঘেরাও করে। ফলে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। প্রচণ্ড গোলাগুলির এক পর্যায়ে শত্রুপক্ষের কয়েকজন সৈন্য নিহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। [আহম্মেদ শরীফ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!