You dont have javascript enabled! Please enable it! বীর প্রতীক তাজুল ইসলাম - সংগ্রামের নোটবুক

বীর প্রতীক তাজুল ইসলাম

তাজুল ইসলাম, বীর প্রতীক (মৃত্যু ১৯৭২) বীর মুক্তিযোদ্ধা এবং বিহারি ও লুকিয়ে থাকা পাকিস্তানি সেনাদের হাত থেকে মিরপুর পুনরুদ্ধার যুদ্ধে শহীদ। তাঁর বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার (পুরান রামনগর) ইউনিয়নের গার্ডপাড়া গ্রামে। তাঁর পিতার নাম মো. নাদিরুজ্জামান এবং মাতার নাম মনিরের নেছা। তাজুল ইসলাম ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর নায়েক পদে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধের শুরুতে তিনি প্রতিরোধযুদ্ধে অংশ নেন৷ এরপর প্রথমে মুক্তিবাহিনীর ১নং সেক্টর ও পরবর্তীতে ৩নং সেক্টরে যোগ দেন। তিনি যেসব এলাকায় খণ্ডযুদ্ধে যোগ দেন, সেগুলোর মধ্যে আখাউড়া ও পার্শ্ববর্তী আজমপুর রেলস্টেশন আক্রমণ (৩রা ডিসেম্বর ১৯৭১) এবং ব্রাহ্মণবাড়িয়া অপারেশন সবচেয়ে উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধের সফল সমাপ্তির পর ১৯৭২-এর জানুয়ারি মাসে সরকারি নির্দেশে তিনি মুক্তিবাহিনীর একটি দলের সঙ্গে ৩০শে জানুয়ারি ঢাকার বিহারি নিয়ন্ত্রিত মিরপুর এলাকার এক অভিযানে গেলে বিহারি ও লুকিয়ে থাকা পাকসেনাদের পাল্টা আক্রমণের শিকার হন এবং গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করেন। তাঁর সঙ্গে লে. সেলিম, সুবেদার মোমেন এবং বেশ কয়েকজন সৈনিকও শহীদ হন।
মহান মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসীকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক তাজুল ইসলাম-কে ‘বীর প্রতীক’ রাষ্ট্রীয় পদকে (মরণোত্তর) ভূষিত করা হয়। [এস এম মাহফুজুর রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড