You dont have javascript enabled! Please enable it!

তরফদার পাড়া গণহত্যা (নওগাঁ সদর)

তরফদার পাড়া গণহত্যা (নওগাঁ সদর) সংঘটিত হয় ২৫শে এপ্রিল। এতে ১৬ জন নিরীহ গ্রমবাসী শহীদ হন। পাকহানাদার বাহিনী তাদের এদেশীয় দোসর রাজাকার ও দালাল বাহিনী নিয়ে ২৫শে এপ্রিল একযোগে কুমুরিয়া, জাফরাবাদ, লক্ষণপুর, মোহনপুর, হাঁপানিয়া, একডালা ও মাধাইমুরি গ্রামে হামলা চালায়। এ হামলাকালে হানাদার বাহিনীর নির্বিচার গুলিতে কুমুরিয়া গ্রামের মরু মণ্ডল, জাফরাবাদ গ্রামের আকালু মণ্ডল, ফয়েজ মণ্ডল ও আলী মণ্ডল শহীদ হন। মোহনপুর গ্রামের তরফদার পাড়ায় একই পরিবারের ৪ জনসহ ১১ জন মানুষ শহীদ হন। তারা হলেন- রাজশাহী কলেজের গণিত বিভাগের অধ্যাপক ফজলুল হক, তাঁর মাতা ফাতেমন বিবি, বোন রওশন আরা, ভাই মাসুদুর রহমান এবং মকলেছুর রহমান, আজিজুল ইসলাম, আব্দুল জব্বার, আব্দুল হামিদ, আব্দুল আলী, আব্দুল আলীর মা ও ইয়াছিন আলী। একই দিনে তাদের হাতে মাধাইমুরি গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলিমউদ্দিন নির্মমভাবে শহীদ হন। [আইয়ুব হোসেন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!