You dont have javascript enabled! Please enable it! ঢাকা বাজু আনসার ক্লাব বধ্যভূমি (নারায়ণগঞ্জ সদর) - সংগ্রামের নোটবুক

ঢাকা বাজু আনসার ক্লাব বধ্যভূমি (নারায়ণগঞ্জ সদর)

ঢাকা বাজু আনসার ক্লাব বধ্যভূমি (নারায়ণগঞ্জ সদর) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে আদমজী জুট মিলস এলাকায় অবস্থিত। এই আনসার ক্লাবেই ছিল পাকসেনাদের ক্যাম্প। রাজাকাররা জুট মিলস-এ কর্মরত নিরপরাধ শ্রমিকদের ধরে এখানে নিয়ে আসত। তারপর তাদের টাকা-পয়সা লুট করে পাকসেনাদের কাছে তাদের মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিত। তখন পাকসেনারা তাদের গুলি করে হত্যা করত। তাদের লাশগুলো ফেলার জন্য ক্লাবের পাশে একটি বড় কূপ খনন করা হয়েছিল। রাজাকাররা শহীদদের লাশগুলো ঐ কূপে ফেলে দিত। এভাবে তাদের হাতে শহীদ হন মুক্তিযোদ্ধা তৌফিক আহমদ। তিনি ছিলেন ১নং ওয়ার্কশপের মেকানিক। কলকাতার বাঙালি মুসলমান হিসেবে তিনি সকলের কাছে পরিচিত ছিলেন। সপরিবারে থাকতেন ঢাকা বাজু কার্যালয়ে। বিহারি রাজাকাররা কর্মরত অবস্থায় তাকে ধরে এনে কূপের সামনে দাঁড় করায়। এরপর তাকে গুলি করে হত্যা শেষে লাশ কূপে ফেলে দেয়। [রীতা ভৌমিক]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড