ঢাকা বাজু টেডিগেট বধ্যভূমি (নারায়ণগঞ্জ সদর)
ঢাকা বাজু টেডিগেট বধ্যভূমি (নারায়ণগঞ্জ সদর) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে আদমজী জুট মিলস এলাকায় অবস্থিত। পাকসেনারা সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, চিটাগাং রোড, গোদনাইল ও মিজিমিজি গ্রাম থেকে নারী-পুরুষদের এখানে ধরে আনত। তারপর নির্যাতন শেষে তাদের হত্যা করে মৃতদেহগুলো পর্শ্ববর্তী খালের পাশের একটি কূপে ফেলে দিত। আগস্ট মাসের ১৭ তারিখ শনিবার আদমজী মিলে কর্মরত শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের সপ্তাহের বেতন হাতে পায়। শনিবার তারা সপ্তাহের বেতন তোলে এ সংবাদ বিহারি রাজাকার রা জানত। তাই তারা তাদের টাকা-পয়সা কেড়ে নেয়ার জন্য তাদের কর্মস্থলে হানা দেয়। সেখান থেকে তাদের তুলে এনে হত্যা করে। এসব শহীদের মধ্যে ছিলেন আদমজী ২নং মিলের মেডিক্যাল কম্পাউন্ডার কালা চান্দ ওরফে কালু মিয়া। বিহারি রাজাকাররা তাকে কর্তব্যরত অবস্থায় কর্মস্থল থেকে ঢাকা বাজু টেডিগেট খালের পাশে এনে হত্যা করে। একই দিন পাকসেনারা ১৭-১৮ জন শ্রমিককে এভাবে ধরে এনে গুলি করে হত্যা করে ঐ কূপে ফেলে দেয়। তাদের মধ্যে ছিল আদমজী ২নং মিলের বিদ্যুৎ বিভাগের ইলেকট্রিক মিস্ত্রি কুব্বত মিস্ত্রি (সোনারগাঁ)। সে নিউ কলোনিতে পরিবারসহ থাকত। বিহারি রাজাকাররা তার নিউ কলোনির বাসার পাশেই থাকত। ঐ বিহারি রাজাকাররা কুব্বত মিস্ত্রিকে তার বাসা থেকে ধরে এনে টেডিগেটের বড় ড্রেনের সামনে গলা কেটে হত্যা করে। এছাড়া আদমজী ১নং মেকানিক্যাল মিস্ত্রি বন্দরের আব্দুল খালেক, ২নং মিলের বেসিন ডিপার্টমেন্টের শ্রমিক আব্দুল লতিফকেও তারা কর্মরত অবস্থায় ধরে এনে হত্যা করে। [রীতা ভৌমিক]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড