You dont have javascript enabled! Please enable it! ডিয়াগাড়ি গণহত্যা (দেবীগঞ্জ, পঞ্চগড়) - সংগ্রামের নোটবুক

ডিয়াগাড়ি গণহত্যা (দেবীগঞ্জ, পঞ্চগড়)

ডিয়াগাড়ি গণহত্যা (দেবীগঞ্জ, পঞ্চগড়) সংঘটিত হয় নভেম্বর মাসে। এতে ৪০ জন নিরীহ মানুষ প্রাণ হারান। পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকাররা এ গণহত্যা সংঘটিত করে।
ডিয়াগাড়ি দেবীগঞ্জ থানার একটি প্রসিদ্ধ স্থান। স্থানটি দেবীগঞ্জের খুটামারা হাট থেকে ৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দেবীগঞ্জের দক্ষিণে দিনাজপুর জেলার খানসামা উপজেলা। খানসামা ও এর পার্শ্ববর্তী এলাকার বহু লোক পাকসেনা ও স্বাধীনতাবিরোধীদের দ্বারা নির্যাতিত হয়ে দেশত্যাগ করে ভারতের হলদিবাড়ি যাওয়ার পথে ডিয়াগাড়িতে আক্রান্ত হয়। পাকসেনা ও তাদের এদেশীয় দোসররা আক্রান্তদের সঙ্গে থাকা অর্থ-সম্পদ লুট করে নেয়। তারপর ব্রাশফায়ারে অন্তত ৪০ জন নারী, পুরুষ ও শিশুকে হত্যা করে। নিহতরা দূরবর্তী খানসামা এলাকার হওয়ায় তাদের নাম ও পরিচয় জানা যায়নি। [মো. ওসমান গনী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড