You dont have javascript enabled! Please enable it!

ডুগডুগি গণকবর (ঘোড়াঘাট, দিনাজপুর)

ডুগডুগি গণকবর (ঘোড়াঘাট, দিনাজপুর) দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে প্রায় ৩০০ সাধারাণ মানুষকে হত্যা করে কবর দেয়া হয়।
ঘোড়াঘাট উপজেলার ৪ ইউনিয়নের অন্যতম হলো জনবহুল ইউনিয়ন পালশা। ২নং পালশা ইউনিয়নে প্রসিদ্ধ ডুগডুগি বাজার অবস্থিত। পূর্বে এখানে হাট বসত। উসমানপুর-হিলি রোডের ওপর গড়ে ওঠা এ হাটটি উপজেলা সদর থেকে পশ্চিম দিকে অবস্থিত। উত্তরে ভাদুরিয়া বাজার থেকে একটি পাকা রাস্তা এসে এ হাটের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে স্থানটির গুরুত্ব অনেক বেড়ে যায়। যুদ্ধের সময় বিবিসি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র-এর খবর শোনার জন্য এখানে জনতার ঢল নামত। এ কারণে স্থানটি পাকবাহিনী ও তাদের দোসরদের নজরে পড়ে। তারা অপেক্ষাকৃত উন্নত যোগাযোগ অথচ নিভৃত এ অঞ্চলে স্বাধীনতাকামী বাঙালিদের ধরে এনে হত্যা করে মাটিতে পুঁতে রাখত। মার্চ থেকে মে পর্যন্ত এখানে প্রায় ৩০০ লোককে হত্যা করে কবর দেয়া হয়। এখানে যাদের গণকবর দেয়া হয়, তাদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- বক্স আলী (পুরুইল), তার ভাই মকসেদ, বক্স আলীর দুই পুত্র নবীবর ও মফিজ, বগা মণ্ডল ও তার ছেলে সিরাজ উদ্দিন প্রমুখ। পাকহানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, রাজাকার ও বিহারিরা এদের গুলি করে হত্যা করে। [মো. ওসমান গনী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!