টেকেরঘাট গণহত্যা (চুনারুঘাট, হবিগঞ্জ)
টেকেরঘাট গণহত্যা (চুনারুঘাট, হবিগঞ্জ) সংঘটিত হয় ১২ই মে। এতে ৬ জন সাধারণ মানুষ শহীদ হন।
টেকেরঘাট চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের অন্তর্গত একটি গ্রাম। গ্রামটি ভারতীয় সীমান্ত ও ইপিআর ক্যাম্প সংলগ্ন বাল্লা রেলস্টেশনের নিকটবর্তী। ঘটনার দিন দুজন পাকিস্তানি সৈন্য এ এলাকায় মুক্তিবাহিনীর হাতে নিহত হলে পাকিস্তানিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা টেকেরঘাট গ্রামের বাল্লা এলাকায় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের অনুসন্ধান করে। মুক্তিযোদ্ধা কাউকে না পেয়ে তারা টেকেরঘাট গ্রামের কয়েকজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন পালিয়ে গেলে ক্ষিপ্ত হয়ে পাকবাহিনী অন্যদের বাদশা মিয়ার বাড়িতে গুলি করে হত্যা করে পানির কূপের (ইন্দিরা) মধ্যে ফেলে দেয়। টেকেরঘাট গণহত্যায় শহীদরা হলেন— রহিম উল্লাহ (৮০), আলিফ চান বিবি (৭০), মিছরির মা (৩০), আব্দুল খালেক, ল্যাড়া আতিক ও আহমদ আলী। ঐদিন মুক্তিযোদ্ধা মহরম আলী চৌধুরী (পিতা বাজিদ চৌধুরী)-কে পাকসেনারা ধরে নিয়ে শ্রীমঙ্গলে গুলি করে হত্যা করে। বাদশা মিয়ার পানির কূপটির এখন আর কোনো চিহ্ন নেই। [মিলন রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড