টাঙ্গন নদের পাড় গণহত্যা (ঠাকুরগাঁও সদর)
টাঙ্গন নদের পাড় গণহত্যা (ঠাকুরগাঁও সদর) সংঘটিত হয় ২৪শে মে। ঠাকুরগাঁও জেলা শহরের পার্শ্ববর্তী টাঙ্গন নদের পাড়ে এ গণহত্যা সংঘটিত হয়। এতে ১৫ জন নিরীহ মানুষ প্রাণ হারান।
তখন ঠাকুরগাঁও শহর থেকে বালিয়াডাঙ্গী উপজেলার দিকে যাওয়া রাস্তার ওপর একটি লোহার ব্রিজ ছিল। এ ব্রিজের পাশের নির্জন স্থানে পাকবাহিনী ও রাজাকাররা বিভিন্ন জায়গা থেকে ধরে আনা লোকদের হত্যা করত। ২৪শে মে তারা ১৫ জনকে এখানে হত্যা করে। তাদের ৭ জনকে দুদিন আগে ঠাকুরগাঁও শহরের ইসলামনগর থেকে ধরে ইপিআর ক্যাম্পের সেনা ছাউনিতে নেয়া হয়। ২৪শে মে ক্যাম্প থেকে টাঙ্গন নদের পাড়ে নিয়ে তাদের হত্যা করা হয়। নিহত ৭ জন হলেন- আহম্মদ হোসেন (পিতা মো. শামসুজ্জোহা; ছাত্র), এস এম এ ইসলামুল হক (ব্যবসায়ী), ইয়াকুব হোসেন (ব্যবসায়ী), মো. মাহাদি (পিতা রসিয়া মোহাম্মদ; ব্যবসায়ী), সিরাজউদ্দিন আহম্মদ (পিতা জহিরউদ্দিন, দর্জি), মাজহারুল ইসলাম (পিতা করিমউদ্দিন সরকার; ব্যবসায়ী) এবং মো. নূরুজ্জামান (পিতা ইমাজউদ্দিন সরকার; ব্যবসায়ী)। বাকি ৮ জনকে বালিয়াডাঙ্গী উপজেলা থেকে এনে একই দিন এখানে গুলি করে হত্যা করা হয়। [মনতোষ কুমার দে]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড