টেউরপাড়া যুদ্ধ (সারিয়াকান্দি, বগুড়া)
টেউরপাড়া যুদ্ধ (সারিয়াকান্দি, বগুড়া) সংঘটিত হয় ২০শে অক্টোবর। এতে পাকবাহিনীর ভারী অস্ত্রের সামনে টিকতে না পেরে মুক্তিযোদ্ধারা পশ্চাদপসরণ করেন। এরপর পাকসেনারা গ্রামে ঢুকে ১২ জন গ্রামবাসীকে হত্যা করে। টেউরপাড়া সারিয়াকান্দি উপজেলার একটি গ্রাম। এ গ্রামে মুক্তিযোদ্ধাদের একটি দল অবস্থান নেয়। পাকিস্তানি বাহিনী তাদের স্থানীয় দোসর রাজাকারদের মাধ্যমে এ খবর পেয়ে টেউরপাড়ায় হানা দেয়। রাজাকারদের সহযোগিতায় তারা টেউরপাড়ায় গিয়ে মুক্তিযোদ্ধাদের খুঁজতে থাকে। সামনে যাকে পায় তাকেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করতে থাকে। একই সঙ্গে পাকিস্তানি বাহিনী ব্যাপকভাবে অগ্নিসংযোগ, নারীনির্যাতন ও লুণ্ঠন চালায়। এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। কিন্তু ভারী অস্ত্রের মুখে টিকতে না পেড়ে মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হন। এরপর পাকিস্তানি সেনারা টেউরপাড়া গ্রামে ঢুকে ১২ জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। [আহম্মেদ শরীফ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড