বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অধ্যাপক ও লেখক জিষ্ণু দে
জিষ্ণু দে (জন্ম ১৯৪৩) ভারতের অধ্যাপক ও লেখক। তিনি ১৯৪৩ সালে অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯৬৩ সালে পদার্থবিজ্ঞানে স্নাতক, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ও সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। জিষ্ণু দে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের প্রভাষক ও সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৬-০৮ সময়ে প্রেসিডেন্সি কলেজের সিএসআইআর (কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ) ইমেরিটাস প্রফেসর ছিলেন। তিনি তাঁর স্ত্রীর সঙ্গে যৌথভাবে Nuclear and Particle Physics: The Changing Interface পুস্তক রচনা করেন। এছাড়াও তিনি পদার্থবিজ্ঞান বিষয়ে লেখালেখি ও গবেষণামূলক কার্যক্রমের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত রয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে জিষ্ণু দে হুগলীর চন্দননগর কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি সস্ত্রীক বাংলাদেশের সীমান্ত অঞ্চলে গমন করে স্বেচ্ছাসেবী হিসেবে শরণার্থীদের সাহায্য করেন। এ দম্পতি কলিকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহায়ক সমিতি ও অন্যান্য সহায়ক সংস্থার সক্রিয় সদস্য ছিলেন। যুদ্ধের পরিস্থিতি ও অন্যান্য খবর সংগ্রহের মাধ্যমে তাঁরা ভারতীয় সংবাদ মাধ্যমে সমর সংবাদদাতা হিসেবে আত্মনিয়োগ করেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ই ডিসেম্বর ২০১২ বাংলাদেশ সরকার কর্তৃক জিষ্ণু দে-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড