জাম্বুয়া গণহত্যা (ফুলগাজী, ফেনী)
জাম্বুয়া গণহত্যা (ফুলগাজী, ফেনী) ১৭ই জুন মধ্যরাতে সংঘটিত হয়। এতে একই পরিবারের ৭ জনসহ মোট ২৬ জন মানুষ শহীদ হন।
ফুলগাজী মুক্তিযুদ্ধের সময় ছাগলনাইয়া থানার অন্তর্গত ছিল। পরবর্তীতে ছাগলনাইয়া ও পরশুরামের কয়েকটি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত হয়। ফুলগাজী উপজেলার উত্তরে পরশুরাম, দক্ষিণে ফেনী সদর, পূর্ব-দক্ষিণে ছাগলনাইয়া উপজেলা, পূর্ব ও পশ্চিমে ভারতের ত্রিপুরা রাজ্য। ফেনী জেলার ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী গ্রাম জাম্বুয়া। ১৭ই জুন রাত সাড়ে ১২টার সময় পাকিস্তানি হানাদার বাহিনীর আর্টিলারি গ্রুপের নিক্ষেপ করা শেল জাম্বুয়া গ্রামের হাজি আনা মিয়ার বাড়িতে পড়ে বিস্ফোরিত হয়। এতে হাজি আনা – মিয়ার পরিবারের ৭ জনসহ মোট ২৬ জন মানুষ শহীদ হন। এদিনের শহীদদের তালিকায় রয়েছেন- আলী আহাম্মদ (পিতা হাজি আনা মিয়া, জাম্বুয়া), ফজিলাতুন নেছা (স্বামী আলী আহাম্মদ, জাম্বুয়া), মো. মোহসীন (পিতা আলী আহাম্মদ, জাম্বুয়া), অহিদ উল্লাহ (পিতা আলী আহাম্মদ, জাম্বুয়া), টিপু সুলতান (পিতা আহাম্মদ, জাম্বুয়া), রীনা বেগম (পিতা আলী আহাম্মদ, জাম্বুয়া), হাফসা বেগম (পিতা আলী আহাম্মদ, জাম্বুয়া), শাহেনা আকতার (পিতা ছিদ্দিক আহাম্মদ, জাম্মুড়া), আনিসুল হক ওরফে আনু মিয়া (পিতা মুরাদুজ্জামান মজুমদার, হাসানপুর), তনজুরের নেছা (স্বামী আনিসুল হক ওরফে আনু মিয়া, হাসানপুর), পারুল আকতার (পিতা আনিসুল হক ওরফে আনু মিয়া, হাসানপুর), রেজভি আকতার (পিতা আনিসুল হক ওরফে আনু মিয়া, হাসানপুর), সামছুন নাহার (স্বামী নূর আহাম্মদ পাটোয়ারী, মজিলিশপুর), ফাতেমা খাতুন (স্বামী আবদুল খালেক, শ্রীচন্দ্রপুর), মনোয়ারা বেগম (পিতা আবদুল মালেক, শ্রীচন্দ্রপুর), জাহানারা বেগম (পিতা আবদুল মালেক, শ্রীচন্দ্রপুর), ছালেহ আহাম্মদ (পিতা আবদুল কাদের, শ্রীচন্দ্রপুর), রহিমা খাতুন (পিতা আবদুল কাদের, শ্রীচন্দ্রপুর), সিতারা বেগম (স্বামী ছায়েদুল হক, পূর্ব দেবপুর), জোহরা আকতার এ্যানি (পিতা ছায়েদুল হক, পূর্ব দেবপুর), মো. সাইফুল ইসলাম (পিতা ন ছায়েদুল হক, পূর্ব দেবপুর), মনছুর আহাম্মদ (পিতা মৌলভী আবদুল্লাহ, কমুয়া), কবির আহাম্মদ (পিতা আবদুস ছামাদ ভূঞা, চানপুর), শরীফা (স্বামী মৌলভী আবদুল্লাহ, কমুয়া), পারুল আকতার (স্বামী আবদুল হাই, কমুয়া) ও লিলু আকতার (পিতা মুন্সি মিয়া, করইয়া)। এদের সবাইকে চ জাম্বুয়া ঈদগাহের দক্ষিণ পাশে সমাহিত করা হয়। [শফিউদ্দিন তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড