You dont have javascript enabled! Please enable it! বাংলাদেশের মুক্তিযুদ্ধে অস্ট্রেলিয়ার চিকিৎসক জিওফ্রে ডেভিস - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অস্ট্রেলিয়ার চিকিৎসক জিওফ্রে ডেভিস

জিওফ্রে ডেভিস (মৃত্যু ২০০৮) অস্ট্রেলিয়ার চিকিৎসক। তিনি ইন্টারন্যাশনাল অ্যাবরশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ছিলেন। সিডনিতে তাঁর দুটি ক্লিনিক ছিল, যেখানে তিনি ১৯৭১ সাল পর্যন্ত বিচক্ষণতার সঙ্গে গর্ভপাত ঘটানোর কাজ করেন। তিনি পপুলেশন সার্ভিসেস ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল ফার্টিলিটি রিসার্চ প্রোগ্রাম এবং ইন্টারন্যাশনাল প্ল্যান্ড পেরেন্টহুড ফেডারেশনে কাজ করেন। ৭১-এ পাকিস্তানি হানাদারদের ধর্ষণের শিকার বাংলাদেশী নারীদের গর্ভপাত ঘটানোর ক্ষেত্রে যুদ্ধপরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ডা. ডেভিস খুবই স্মরণীয় নাম। তিনি মাসের পর মাস বাংলাদেশের দুর্গম এলাকায় ভ্রমণ করে দুর্গত নারীদের চিকিৎসা প্রদান করেন এবং যুদ্ধশিশুদের
পুনর্বাসনের জন্য বিশেষ অবদান রাখেন। তিনি ‘বাংলাদেশ রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম’ শীর্ষক প্রকল্পের পরিচালক নিযুক্ত হন। তিনি দেশের বিভিন্ন স্থানে নির্যাতিত নারীদের জন্য ক্লিনিক প্রতিষ্ঠা করে দ্রুততম সময়ে প্রশিক্ষণ দিয়ে গর্ভপাতে দক্ষ একটি চিকিৎসকগোষ্ঠী গড়ে তোলেন। মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনীর বর্বরতার বহু তথ্য সংগ্রহ করে নারীনির্যাতনের ওপর গবেষণাধর্মী বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করেন। তিনি ২০০৮ সালের ৩রা অক্টোবর মৃত্যুবরণ করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালের ২০শে অক্টোবর বাংলাদেশ সরকার তাঁকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করে। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড