You dont have javascript enabled! Please enable it! 1971.04.13 | সিন্ধুর নওয়াব শাহে জুলফিকার আলী ভুট্টো - সংগ্রামের নোটবুক

১৩ এপ্রিল ১৯৭১ঃ নওয়াব শাহে জুলফিকার আলী ভুট্টো

লারকানা হতে করাচী যাওয়ার পথে সিন্ধুর নওয়াব শাহে তার দলের কর্মী সভায় জুলফিকার আলী ভুট্টো বলেন সেদিন বেশী দূরে নয় যখন পাকিস্তানে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি কর্মীদের ধৈর্য ধারণ এবং আইন মেনে চলার পরামর্শ দেন। তিনি তাদের আশ্বাস দিয়ে বলেন জনসাধারনের সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন তার দল একটি বিপ্লবী পার্টি। তার পার্টি জনগনের সাথে যে ওয়াদা করেছে তা অবশ্যই পুরন করবে। তিনি বলেন আওয়ামী লীগ সৃষ্ট পরিস্থিতিতে তার দল কোন পক্ষ হতে রাজী হয়নি। কর্মীদের উদ্দেশে তিনি বলেন আপনারা জানেন কয়েকটি দল তাদের সমর্থন করেছে যাদের বিচ্ছিন্নতাবাদী উদ্দেশ্য ছিল। এখন সকল দলই নিষিদ্ধ আওয়ামী লীগের বিপক্ষে বলছে। আমরা এরুপ ভাঁওতাবাজিতে বিশ্বাস করি না।