জামালপুর গণকবর (বালিয়াকান্দি, রাজবাড়ী)
জামালপুর গণকবর (বালিয়াকান্দি, রাজবাড়ী) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অবস্থিত। পাকসেনা ও রাজকার-রা আক্তার মোল্যা (বান্ধুলী, খালকুলা), আব্দুর রশীদ, আব্দুল খালেক, যদু (গাঁড়াকোলা, মধুখালি) ও মধু (ঐ) নামক পাঁচজনকে হত্যা করে এখানে কবর দেয়। প্রথম তিনজনকে স্থানীয় ইসলাম সর্দ্দারের বাড়ি থেকে ধরে আনে। এরা ছিলেন মুক্তিযোদ্ধাদের সহযোগী। বিভন্ন তথ্য দিয়ে এবং অন্যান্য উপায়ে এরা মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতেন। এ-কারণে পাকসেনারা এদের হত্যা করে একই গর্তে পুঁতে রাখে। [এম ইকরামুল হক]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড