You dont have javascript enabled! Please enable it!

জাগ্রত বাংলা ভাস্কর্য (আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া)

জাগ্রত বাংলা ভাস্কর্য (আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় অবস্থিত। আশুগঞ্জ সার কারখানার প্রবেশ পথে এটি নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের স্মারক এ ভাস্কর্যটির স্থপতি ভাস্কর হামিদুজ্জামান। ১৯৮৯ সালে স্থাপিত ভাস্কর্যটি নির্মাণে ব্যয় হয়েছে পাঁচ লাখ টাকা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও আশুগঞ্জ সার কারখানা কমান্ডের উদ্যোগে ভাস্কর্যটি নির্মিত হয়েছে। নির্মাণ কার্যে উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তাবৃন্দ, আশুগঞ্জ সার কারখানা কমান্ডের তৎকালীন ইউনিট কমান্ডার বখতিয়ার হোসেন, ডেপুটি কমান্ডার আলাউদ্দিন আহমেদ, সহ- কমান্ডার তোফাজ্জল হোসেন, মতিউর রহমান, এম এ করিম, নির্বাহী সদস্য আবদুল হক ফকির ও মো. জসিম উদ্দিন। ভাস্কর্যটি নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন শিল্প-সচিব এ কে এম মোশাররফ হোসেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ তোহা, ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের দুই ব্যবস্থাপনা পরিচালক ডা. আজিজুর রহমান ও এস এ এম এস আলম। ১৯৯৯ সালের ২৭শে ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ভাস্কর্যটি উদ্বোধন করেন। ‘জাগ্রত বাংলা’ নামের এ ভাস্কর্যটি মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে একটি গুরুত্বপূর্ণ স্মারক। [আমির হোসেন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!