You dont have javascript enabled! Please enable it! জাগ্রত বাংলা ভাস্কর্য (আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া) - সংগ্রামের নোটবুক

জাগ্রত বাংলা ভাস্কর্য (আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া)

জাগ্রত বাংলা ভাস্কর্য (আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় অবস্থিত। আশুগঞ্জ সার কারখানার প্রবেশ পথে এটি নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের স্মারক এ ভাস্কর্যটির স্থপতি ভাস্কর হামিদুজ্জামান। ১৯৮৯ সালে স্থাপিত ভাস্কর্যটি নির্মাণে ব্যয় হয়েছে পাঁচ লাখ টাকা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও আশুগঞ্জ সার কারখানা কমান্ডের উদ্যোগে ভাস্কর্যটি নির্মিত হয়েছে। নির্মাণ কার্যে উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তাবৃন্দ, আশুগঞ্জ সার কারখানা কমান্ডের তৎকালীন ইউনিট কমান্ডার বখতিয়ার হোসেন, ডেপুটি কমান্ডার আলাউদ্দিন আহমেদ, সহ- কমান্ডার তোফাজ্জল হোসেন, মতিউর রহমান, এম এ করিম, নির্বাহী সদস্য আবদুল হক ফকির ও মো. জসিম উদ্দিন। ভাস্কর্যটি নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন শিল্প-সচিব এ কে এম মোশাররফ হোসেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ তোহা, ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের দুই ব্যবস্থাপনা পরিচালক ডা. আজিজুর রহমান ও এস এ এম এস আলম। ১৯৯৯ সালের ২৭শে ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ভাস্কর্যটি উদ্বোধন করেন। ‘জাগ্রত বাংলা’ নামের এ ভাস্কর্যটি মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে একটি গুরুত্বপূর্ণ স্মারক। [আমির হোসেন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড