You dont have javascript enabled! Please enable it! শ্রমিক নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পূর্ব-দক্ষিণ জোনের বেসামরিক প্রশাসক জহুর আহমদ চৌধুরী - সংগ্রামের নোটবুক

জহুর আহমদ চৌধুরী

জহুর আহমদ চৌধুরী (১৯১৬-১৯৭৪) শ্রমিক নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পূর্ব-দক্ষিণ জোনের বেসামরিক প্রশাসক। চট্টগ্রাম শহরের কাটুলীতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর প্রাতিষ্ঠানিক লেখাপড়া খুব বেশি ছিল না। তিনি ছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা। শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের শুরু। পাকিস্তান আন্দোলনের সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি আওয়ামী লীগ-এর সঙ্গে যুক্ত। দীর্ঘকাল ধরে তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৫৫ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত (কয়েক বছর বাদে) তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের শ্রম সম্পাদক ছিলেন। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭০ সালের নির্বাচনেও তিনি প্রাদেশিক পরিষদে নির্বাচিত হন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মুক্তিযুদ্ধকালে বেসামরিক প্রশাসন পরিচালনার জন্য মুজিবনগর সরকার- কর্তৃক ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত পূর্ব-দক্ষিণ জোনের তিনি প্রশাসক ছিলেন। স্বাধীনতার পর তিনি বঙ্গবন্ধু সরকারের শ্রম, স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রী হন। ১৯৭৩ সালের নির্বাচনে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭৪ সালে তিনি মৃত্যুবরণ করেন। [হারুন-অর-র-রশিদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড