You dont have javascript enabled! Please enable it! জয়ভোগা অপারেশন (গাবতলী, বগুড়া) - সংগ্রামের নোটবুক

জয়ভোগা অপারেশন (গাবতলী, বগুড়া)

জয়ভোগা অপারেশন (গাবতলী, বগুড়া) পরিচালিত হয় নভেম্বর মাসের শেষদিকে। এ অপারেশনে জয়ভোগা রেলওয়ে ব্রিজ হানাদারমুক্ত হয় এবং পাকিস্তানি সৈন্যরা গাবতলী ক্যাম্পে ফিরে যেতে বাধ্য হয়। কয়েক জন গ্রামবাসী নিহত হন।
গাবতলী থানার নিকটবর্তী জয়ভোগা গ্রামের রেলওয়ে ব্রিজ পাকিস্তানি বাহিনীর নিকট থেকে দখল করার জন্য একদল মুক্তিযোদ্ধা আক্রমণ করেন। এতে দুপক্ষের মধ্যে তুমুল গুলি বিনিময় হয়। এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের অপর একটি দল নেপালতলী গ্রাম থেকে হানাদারদের আক্রমণ করে। যুদ্ধে হানাদার বাহিনীর গুলিতে বাইগুনী গ্রামের আবুল হোসেনসহ কয়েকজন গ্রামবাসী নিহত হন। এ অপারেশনে মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চান্দু, মো. আলমগীর হোসেন, মো. রেজাউল কবির প্রমুখসহ ৩০ জনের মতো মুক্তিযোদ্ধা অংশ নেন। পাকিস্তানি বাহিনীর সঙ্গে ছিল প্রায় এক প্লাটুন সৈন্য ও তাদের স্থানীয় সহযোগী রাজাকররা। [আহম্মেদ শরীফ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড