জয়লস্কর গণহত্যা (দাগনভূঁইয়া, ফেনী)
জয়লস্কর গণহত্যা (দাগনভূঁইয়া, ফেনী) সংঘটিত হয় ৮ই নভেম্বর। এতে ১১ জন মানুষ নির্মম হত্যার শিকার হন। ফেনী জেলার অন্তর্গত দাগনভূঁইয়া থানাটি ১৯৮৩ সালের ১৪ই সেপ্টেম্বর উপজেলায় উন্নীত হয়। ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলা। এর একটি ইউনিয়নের নাম ৮নং জয়লস্কর। ৮ই নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী জয়লস্কর ইউনিয়নের লালপুর গ্রামে গণহত্যা চালিয়ে ১০ জন গ্রামবাসীকে হত্যা করে, যা ৮নং জয়লস্কর গণহত্যা নামে পরিচিত। এ গণহত্যার শিকার ৯ জন লালপুর ও ১ জন ধর্মপুর গ্রামের বাসিন্দা। শহীদরা হলেন- হরলাল পাল (পিতা বিজয় কুমার পাল), দিলীপ চন্দ্র পাল (পিতা হরলাল পাল), কান্তিপদ ঘোষ (পিতা ননীকান্ত ঘোষ), বিপানী চন্দ্ৰ পাল (পিতা করুণা কুমার পাল), নারায়ণ চন্দ্র দে (পিতা মণীন্দ্র কুমার দে), বীরেন্দ্র কুমার ভৌমিক (পিতা গিরিশ চন্দ্র ভৌমিক), অমৃতলাল ভৌমিক (পিতা বীরেন্দ্র কুমার ভৌমিক), প্রিয়তোষ দাস (পিতা লাল মোহন দাস), মতিলাল দাস (পিতা তরণী কুমার দাস), নরেন্দ্র কুমার দাস (পিতা রজনী কুমার দাস) ও আবু আহাম্মদ (পিতা আবদুর লতিফ, ধর্মপুর)। [শফিউদ্দিন তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড