You dont have javascript enabled! Please enable it!

জয়শ্রী যুদ্ধ (উজিরপুর, বরিশাল)

জয়শ্রী যুদ্ধ (উজিরপুর, বরিশাল) সংঘটিত হয় ১৮ই নভেম্বর। পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের এ-যুদ্ধে দুজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
ঢাকা-বরিশাল মহাসড়কে উজিরপুর সদর থেকে প্রায় ৫ কিমি উত্তরে জয়শ্রী বাজারে হানাদার বাহিনী শক্তিশালী ক্যাম্প স্থাপন করেছিল। এ ক্যাম্প তাদের নির্যাতনকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো। এখান থেকে তারা আশপাশের গ্রামগুলোতে བ অপারেশন চালাত। ঘটনার দিন মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াদুদের নেতৃত্বে আ ন ম আবদুল হাকিম, মোশারেফ হোসেন খন্দকার, হোসেন আলী ফকির, আবদুল আউয়াল, সাজাহান জমাদ্দার, সেকান্দার, সৈয়দ আবদুল মালেক, ↑ তৈয়ব আলীসহ শতাধিক মুক্তিযোদ্ধা জয়শ্রী বাজারে পাকবাহিনীর ক্যাম্প আক্রমণ করেন। হানাদার বাহিনী পাল্টা গুলিবর্ষণ করলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মান্নান ও কদম আলী হাওলাদার। শহীদ হন। মুক্তিযোদ্ধারা ক্যাম্পটি ঘিরে রাখলে বরিশাল থেকে গাড়িতে অতিরিক্ত পাকসেনারা এসে তাদের উদ্ধার করে। [মনিরুজ্জামান শাহীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!