জমিদারহাট গণহত্যা (বেগমগঞ্জ, নোয়াখালী)
জমিদারহাট গণহত্যা (বেগমগঞ্জ, নোয়াখালী) সংঘটিত হয় আগস্ট মাসের মাঝামাঝি সময়ে। এতে প্রশিক্ষণ গ্রহণ করতে ভারতগামী বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন চৌমুহনী-ফেনী মহাসড়কের পাশে জমিদারহাট অবস্থিত। ঘটনার দিন নোয়াখালী জেলার বিভিন্ন স্থান থেকে ৬১ জনের একটি দল মুক্তিযুদ্ধের প্রশিক্ষণের জন্য ভারতে যাওয়ার পথে জমিদারহাটে রাজাকারদের হাতে ধরা পড়ে। অনেকে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও বেশ কয়েকজন আটকা পড়ে যায়। রাজাকাররা তাদের জমিদারহাট বড় পুলের পাশে নিয়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এ গণহত্যায় নিহত যাদের নাম জানা গেছে, তারা সবাই ছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার অধিবাসী। তারা হলেন— আবুল কালাম, আব্দুল মান্নান, মো. মনির, মো. মুন্নাফ, মো. মোস্তফা, ফকির আহাম্মদ ও সৈয়দ মাহমুদ। [মো. ফখরুল ইসলাম ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড