You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের চিকিৎসক ও রাজনীতিবিদ জয়নাল আবেদীন

জয়নাল আবেদীন ভারতের চিকিৎসক ও রাজনীতিবিদ। তিনি ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। ভারতীয় কংগ্রেস দলের সদস্য ডা. জয়নাল আবেদীন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ১৯৬২ সাল থেকে শুরু করে মোট ৮ বার বিজয়ী হন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে তিনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের প্রথম থেকেই বিপুল সংখ্যক মানুষ সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গের বিভিন্ন শরণার্থী শিবির-এ আশ্রয় গ্রহণ করে। ডা. জয়নাল আবেদীন বাংলাদেশের শরণার্থীদের সাহায্যের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। তিনি নিয়মিতভাবে শরণার্থী শিবির পরিদর্শন করে তাদের সাহায্য করতেন। তিনি মুক্তিসংগ্রাম সহায়ক সমিতির অন্যতম সংগঠক ও পশ্চিমবঙ্গ সরকারের রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন। শরণার্থী শিবিরে এক সময় মহামারি আকারে ডায়রিয়া ও কলেরা দেখা দিলে তা নিরসনে তিনি কার্যকর ভূমিকা গ্রহণ করেন। শরণার্থী শিবিরের রোগীদের জন্য তিনি খাবার স্যালাইন ও ঔষধ সরবরাহ এবং চিকিৎসকদের সহযোগিতায় চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করেন। পরিস্থিতি মোকাবেলায় তিনি ভারত সরকারের অনুমতিক্রমে স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসকদের রোগীদের সেবায় নিয়োজিত করেন। এসব চিকিৎসাকেন্দ্রে অসুস্থ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরও চিকিৎসাসেবা প্রদান করা হতো। হাসপাতালে রোগীদের স্থান সংকুলান না হলে অসুস্থ অনেক শরণার্থী ও মুক্তিযোদ্ধাকে তাঁর বাড়িসহ বিভিন্ন বাড়িতে রেখে চিকিৎসার ব্যবস্থা করেন। তাঁর দুটি বাড়িতে দীর্ঘ ৯ মাস তিনি প্রায় ১৫০ জন শরণার্থীর থাকা-খাওয়ার বন্দোবস্ত করেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১লা অক্টোবর ২০১৩ ডা. জয়নাল আবেদীন-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!