১৩ এপ্রিল ১৯৭১ঃ মাহমুদ আলী কাসুরি
পিপিপি ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আলী কাসুরি লাহোরে তার বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে বলেন আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সে উদ্দেশ্য হাসিলের পন্থা উদ্ভাবন করেছিল। মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত ঘটনাবলী তার যথেষ্ট প্রমান। শেখ মুজিব একতরফা ভাবে স্বাধীনতা ঘোষণা করতে যাচ্ছিলেন এবং এ ব্যপারে তিনি আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। এ বিষয়ে তিনি আওয়ামী লীগের মুখপাত্র দি পিপল, অবজারভার এবং মর্নিং নিউজের রেফারেন্স দেন। তিনি বলেন এ কথা কেউ বিশ্বাস করতে পারেনা যে ঢাকাতে আকস্মিক ভাবে এমন কিছু ঘটেছিলো যার ফলে রাতারাতি পূর্ব পাকিস্তানীরা কেন্দ্রের ক্ষমতা অস্বীকার করে মুজিবকে বাংলাদেশের সার্বভৌম প্রধানের আসনে বসিয়েছিল।
নোটঃ কাসুরি পিপিপির আগে ভাসানি ন্যাপ কেন্দ্রীয় সাধারন সম্পাদক ছিলেন।