জয়পুরহাট সিমেন্ট ফ্যাক্টরি ১নং গেট গণহত্যা (জয়পুরহাট সদর)
জয়পুরহাট সিমেন্ট ফ্যাক্টরি ১নং গেট গণহত্যা (জয়পুরহাট সদর) ২৫শে এপ্রিল সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর এ নৃশংস গণহত্যায় ৪০ জনের মতো সাধারণ মানুষ শহীদ হন।
২৪শে এপ্রিল সান্তাহার থেকে ট্রেনযোগে পাকিস্তানি বাহিনী জয়পুরহাটে অনুপ্রবেশ করে এবং রেল স্টেশনে ক্যাম্প স্থাপন করে। পরের দিন অর্থাৎ ২৫শে এপ্রিল তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে জয়পুহাট সদরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। হাতিল বুলুপাড়া ও চকগোপাল মৌজার সংযোগস্থলে গাড়িয়াকান্তর পাশে নির্মাণাধীন একটি সিমেন্ট ফ্যাক্টরি ছিল। পাকিস্তানি বাহিনী রাস্তার আশেপাশের বাড়িঘরে আগুন দিয়ে সিমেন্ট ফ্যাক্টরির ১নং গেটের দিকে এগিয়ে যায়। এখানে নির্মাণাধীন সিমেন্ট ফ্যাক্টরির কর্মচারী এবং মজুর শ্রেণির মানুষের বসতি ছিল। হানাদার বাহিনী নির্বিচারে সিমেন্ট ফ্যাক্টরির গেটে গাছের সঙ্গে বেঁধে এবং ইটের পাজার সঙ্গে লাইন করে দাঁড় করিয়ে তাদের হত্যা করে। এ নৃশংস গণহত্যায় ৪০ জনের মতো মানুষ নিহত হন। নিহতদের সকলের নাম জানা যায়নি। যাদের নাম জানা গেছে, তারা হলেন— জামাল উদ্দিন মণ্ডল (৩০), মোখলেসুর রহমান (২৮), মোজাফফর রহমান (৩০), মুজিবর রহমান (৩৫), বাচ্চু মিয়া (২৬), আবুল হোসেন (৪০) মকবুল হোসেন ও তার ছেলে, দুই ভাই বদিউজ্জামান বদো, হাদিউজ্জামান হাদো (২৮-৩০), মফিজ মণ্ডল, সাত্তার, আবদুল্লা মিয়া (৪৫), নোয়াখালীর একজন ও কুমিল্লার দুজন (সিমেন্ট ফ্যাক্টরির কর্মচারী) প্রমুখ। [রেহানা পারভীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড