স্থানীয় মুক্তিবাহিনী জবেদ কোম্পানি (মুক্তাগাছা, ময়মনসিংহ)
জবেদ কোম্পানি (মুক্তাগাছা, ময়মনসিংহ) স্থানীয় একটি মুক্তিবাহিনী। এর প্রধান ছিলেন জবেদ আলী।
জবেদ আলী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ শুরুর পূর্বে তিনি মুক্তাগাছা এলাকার মুজাহিদ বাহিনীর কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি রফিজ উদ্দিন রেফাজের সঙ্গে মুক্তিযুদ্ধে যোগদান করেন। অতঃপর ভারতে চলে যান এবং ভারতের মেঘালয় প্রদেশের তুরা ট্রেনিং সেন্টার থেকে মুক্তিযুদ্ধের উচ্চতর ট্রেনিং গ্রহণ করেন। ট্রেনিং শেষে জবেদ আলীকে কোম্পানি কমান্ডার করে মুক্তাগাছা, ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ফুলবাড়িয়া এলাকার ৬০-৭০ জন ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সমন্বয়ে একটি কোম্পানি গঠন করা হয়, যা জবেদ কোম্পানি নামে পরিচিত। জবেদ কোম্পানির মুক্তিযোদ্ধারা বাংলাদেশের অভ্যন্তরে এসে ময়মনসিংহের সেনবাড়িতে স্থাপিত পাকহানাদার ক্যাম্প আক্রমণে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তাঁরা মুক্তাগাছায় এসে রেফাজ কোম্পানির সঙ্গে যৌথভাবে কয়েকটি অভিযানে অংশ নেন। স্বাধীনতার পর জবেদ কোম্পানির মুক্তিযোদ্ধারা ময়মনসিংহে অস্ত্র জমা দেন। [শফিউদ্দিন তালুকদার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৪র্থ খণ্ড