You dont have javascript enabled! Please enable it!

জকিগঞ্জ থানাযুদ্ধ (জকিগঞ্জ, সিলেট)

জকিগঞ্জ থানাযুদ্ধ (জকিগঞ্জ, সিলেট) সংঘটিত হয় ২০শে ও ২১শে নভেম্বর। এ-সময় ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী জকিগঞ্জকে হানাদারমুক্ত করার লক্ষ্যে এক সাঁড়াশি অভিযান চালায়। তাঁদের পরিকল্পনা ছিল কুশিয়ারা নদীর ওপারে ভারতের করিমগঞ্জের মানুষদের ক্ষতিগ্রস্ত না করে জকিগঞ্জ দখল করা। পরিকল্পনা অনুযায়ী যৌথ বাহিনী ৩টি দলে ভাগ হয়ে একটি দল লোহারমহল সীমান্ত, আরেকটি দল আটগ্রাম নদী সীমান্ত এবং অপর দলটি শরিফগঞ্জ নদী সীমান্ত দিয়ে কাঠ ও রাবারের তৈরি নৌকায় চড়ে থানা আক্রমণ করে। এতে পাকসেনারা দিশেহারা হয়ে আটগ্রামের দিকে পালিয়ে যায়। ২১শে নভেম্বর ভোরে পাকসেনারা একটি পরিত্যক্ত বাংকার থেকে মিত্রবাহিনীর অধিনায়ক চমন লাল সিংকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি ও তাঁর দুই সহযোগী কুশিয়ারা নদীর পাড়ের কাস্টমস ঘাট এলাকায় শহীদ হন। ১২ ঘণ্টা শ্বাসরুদ্ধকর এ- যুদ্ধে ৪ জন পাকসেনা নিহত হয় এবং মিত্রবাহিনীর আরো ৩ জন সৈন্য শহীদ ও ১০ জন বন্দি হন। যুদ্ধের সময় হানাদার বাহিনী ভারতের করিমগঞ্জের দিকে মর্টার শেল নিক্ষেপ করলে ওখানকার দাসপট্টি মহল্লায় একই পরিবারের ৭ জন লোক শহীদ হন। এ-যুদ্ধে মিত্রবাহিনী কাঠ ও রাবারের তৈরি নৌকা এবং ট্যাংক, মর্টার, এলএমজি, এসএমজি, এসএলআর, রাইফেল ইত্যাদি অস্ত্র ব্যবহার করে। [আল হাছিব তাপাদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!