You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে জগজিৎ সিং অরোরা

জগজিৎ সিং অরোরা পিভিএসএম, পদ্মভূষণ (১৯১৬- ২০০৫) সাবেক জিওসি-ইন-সি, ইস্টার্ন কমান্ড, ভারতীয় সেনাবাহিনী, ১৯১৬ সালের ১৩ই ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের (বর্তমান পাকিস্তান) ঝিলাম জেলার কালা গুজরানে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক সম্পন্ন করার পর ১৯৩৯ সালে ২ পাঞ্জাব রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নে কমিশন লাভ করেন। দেশবিভাগের পর তিনি ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে যোগদান করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। ভারত-চীন যুদ্ধে (১৯৬২) অংশগ্রহণকালে তিনি ব্রিগেডিয়ার পদে পদোন্নতি লাভ করেন। তিনি পাক-ভারত যুদ্ধেও (১৯৬৫) অংশগ্রহণ করেন। ১৯৬৯ সালে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি লাভ করেন এবং ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি নিযুক্ত হন। ভারতীয় সেনাবাহিনী ও দেশের সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭২ সালে তিনি পিভিএসএম (Param Vishisht Seva Medal) ও পদ্মভূষণ খেতাবে ভূষিত হন। ১৯৭৩ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি কয়েক বছর রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ সালের ৩রা মে মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ২১শে নভেম্বর ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লে. জেনারেল জগজিৎ সিং অরোরা ভারত-বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক মনোনীত হন। তিনি মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে প্রশিক্ষণ প্ৰদান করেন। চূড়ান্ত অভিযানে তিনি যৌথ বাহিনীর নেতৃত্ব দেন। সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে যৌথ বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষরের মাধ্যমে তিনি বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জনে অসামান্য ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২৪শে মার্চ ২০১৩ লে. জেনারেল জগজিৎ সিং অরোরা-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!