You dont have javascript enabled! Please enable it!

জগলুপাড়া গণহত্যা (রাউজান, চট্টগ্রাম)

জগলুপাড়া গণহত্যা (রাউজান, চট্টগ্রাম) সংঘটিত হয় ১৩ই এপ্রিল। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত এ গ্রামটি ছিল হিন্দু অধ্যুষিত। পাকবাহিনী ১৩ই এপ্রিল এ পাড়ায় ৩৬ জনকে হত্যা করে। পরে ৫ই মে আরো ৩ জনকে হত্যা করে। দুই দফায় শহীদ ৩৯ জন হলেন- তেজেন্দ্র লাল ঘোষ (পিতা নিত্যানন্দ ঘোষ), সমীর কান্তি চৌধুরী (পিতা চন্দ্র কুমার চৌধুরী), প্রেমাংশু বিমল চৌধুরী (পিতা যোগেশ চন্দ্র চৌধুরী), সীতাংশু বিমল চৌধুরী (পিতা যোগেশ চন্দ্র চৌধুরী), অনুপ কুমার চৌধুরী (পিতা প্রেমাংশু বিমল চৌধুরী), কিরণ চৌধুরী (পিতা মহেন্দ্র চৌধুরী), সুরেন্দ্র বিজয় চৌধুরী (পিতা চৈতন্য চরণ চৌধুরী), নিরু বালা চৌধুরী (স্বামী ডা. হিমাংশু চৌধুরী), চারুবালা চৌধুরী (স্বামী সুরেন্দ্র বিজয় চৌধুরী), অনন্ত বালা পাল, রাজলক্ষ্মী চৌধুরী, কামিনী রুদ্র, যতীন্দ্র লাল সরকার (পিতা পূর্ণ চন্দ্র সরকার), হীরেন্দ্র লাল সরকার (পিতা পূর্ণ চন্দ্র সরকার), প্রভাতী সরকার (পিতা যতীন্দ্র ভূষণ সরকার), দেবেন্দ্র লাল চৌধুরী (পিতা নিশিচন্দ্র চৌধুরী), রাজেন্দ্র লাল চৌধুরী (পিতা নিশিচন্দ্র চৌধুরী), অজিত চৌধুরী (পিতা ডা. উপেন্দ্র লাল চৌধুরী), পরিতোষ চৌধুরী (পিতা ফণীন্দ্র বিজয় চৌধুরী), ভবতোষ চৌধুরী, গোপাল চন্দ্র চৌধুরী (পিতা হরিষ চন্দ্র চৌধুরী), রাণীবালা চৌধুরী (পিতা গোপাল চন্দ্র চৌধুরী), মঞ্জু চৌধুরী (পিতা গোপাল চন্দ্র চৌধুরী), ঝিনু চৌধুরী (পিতা গোপাল চন্দ্র চৌধুরী), রুনু চৌধুরী (পিতা গোপাল চন্দ্ৰ চৌধুরী), দেবু চৌধুরী (পিতা গোপাল চন্দ্র চৌধুরী), স্বপন চৌধুরী (পিতা গোপাল চন্দ্র চৌধুরী), ফণী ভূষণ চৌধুরী (পিতা প্যায়ারী মোহন চৌধুরী), মধুসূদন চৌধুরী (পিতা বিশ্বম্ভর চৌধুরী), বিপিন চৌধুরী (পিতা বিশ্বম্ভর চৌধুরী), কুসুম বালা চৌধুরী (স্বামী মধুসূদন চৌধুরী), প্রভাত চৌধুরী (পিতা যতীন্দ্র লাল চৌধুরী), সরোজ বালা চৌধুরী (স্বামী কামিনী চৌধুরী), সোনা চৌধুরী (পিতা উপেন্দ্র বিজয় চৌধুরী), মৃণাল চৌধুরী পিন্টু (পিতা ফণীন্দ্র বিজয় চৌধুরী), ফণীন্দ্র দেওয়ানজি, বিধুভূষণ চৌধুরী (পিতা রসিক লাল চৌধুরী), বিজয় কৃষ্ণ চৌধুরী (পিতা হরিষ চন্দ্র চৌধুরী) ও হীরেন্দ্র চন্দ্র মহাজন (পিতা মহাজন প্যায়ারী চন্দ্র চৌধুরী)। জগ্যল্লপাড়ায় শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। [আহমেদ আমিন চৌধুরী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!