বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের চিত্রশিল্পী জগদীশ চন্দ্র দে
জগদীশ চন্দ্র দে (জন্ম ১৯৪২) ভারতের চিত্রশিল্পী। জগদীশ দে নামে বহুল পরিচিত এ শিল্পী ১৯৪২ সালে অবিভক্ত ভারতের পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৩ সালে দিল্লি পলিটেকনিক (কলেজ অব আর্ট) থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৫ সালে তিনি নয়াদিল্লির আর্ট কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ ৩৫ বছর এ প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি লিথোগ্রাফি বিভাগের ইনচার্জ ছিলেন। তাঁর আঁকা ছবি ভারতের প্রধান শহরগুলোর বিভিন্ন চিত্রপ্রদর্শনী ও গ্যালারিতে স্থান পায়। শিল্পকর্মে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সাহিত্যকলা পরিষদ পুরস্কার, ললিতকলা একাডেমি কর্তৃক জাতীয় পুরস্কার ছাড়াও অনেক পুরস্কার লাভ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে জগদীশ চন্দ্র দে স্বাধীনতা সংগ্রামের পটভূমিতে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা এবং পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা ও নির্যাতন নিয়ে অনেক ছবি আঁকেন।সেসব ছবি নিয়ে তিনি বোম্বে, দিল্লি ও কলকাতায় প্রদর্শনীর আয়োজন করেন। তাঁর আঁকা ছবিগুলো তখন বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে। তাঁর আঁকা ছবিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পাকবাহিনীর অত্যাচার, নিপীড়ন ও দুঃখকষ্টের মর্মস্পর্শী চিত্র ফুটে ওঠে। প্রদর্শনীর বিক্রয়লব্ধ অর্থ তিনি শরণার্থী শিবির-এ দান করেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪শে মার্চ ২০১৩ বাংলাদেশ সরকার কর্তৃক জগদীশ চন্দ্র দে-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড