You dont have javascript enabled! Please enable it!

ছুটিপুর যুদ্ধ (ঝিকরগাছা, যশোর)

ছুটিপুর যুদ্ধ (ঝিকরগাছা, যশোর) সংঘটিত হয় ৩রা অক্টোবর। এ-যুদ্ধে ১২ জন পাকিস্তানি সেনা নিহত এবং ২৮ জন আহত হয়।
অবজারভেশন পোস্ট থেকে বেনাপোলে মুক্তিযোদ্ধাদের কাছে সংবাদ পৌঁছায় যে, ছুটিপুরে হানাদার বাহিনী ক্যাম্প গড়ে তুলেছে। এ তথ্যের ভিত্তিতে মুক্তিযোদ্ধারা ছুটিপুরের উদ্দেশে রওনা দেন। ৭-৮ জন মুক্তিযোদ্ধার এ দলটি গভীর রাতে ছুটিপুর ব্রিজের কাছে অবস্থান নেয়। এরপর মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুজ্জামান শরীফ তাঁর এসএলআর দিয়ে প্রথম গুলি ছোড়েন। দুই পক্ষে তুমুল যুদ্ধ হয়। খায়রুজ্জামান শরীফ তাঁর দল নিয়ে যুদ্ধ করতে থাকেন। এক সময় পাকসেনারা কোণঠাসা হয়ে পড়ে। মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম হলেও তাঁরা বীরবিক্রমে যুদ্ধ অব্যাহত রাখেন। তাঁদের এই সাহসিকতার কারণে পাকহানাদার বাহিনী ভীত হয়ে পড়ে। রাত ১২টা থেকে থেমে-থেমে সকাল পর্যন্ত যুদ্ধ চলে।
ছুটিপুর যুদ্ধ সংঘটিত হয় ৮ নং সেক্টর কমান্ডার মেজর মনজুর ও সাব-কমান্ডার ক্যাপ্টেন হুদার নেতৃত্বে। এ-যুদ্ধে ঝিকরগাছা উপজেলার কির্তিপুর, বারবারাকপুর, হেড়েদাড়া ও মিশ্রিদাড়ার মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এতে শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মুক্তিযোদ্ধারা তাদের অনেক গোলাবারুদ নিজেদের দখলে নেন। [ফখরে আলম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!