You dont have javascript enabled! Please enable it!

ছেঙ্গাগাছিয়া পুল গণহত্যা (চান্দিনা, কুমিল্লা)

ছেঙ্গাগাছিয়া পুল গণহত্যা (চান্দিনা, কুমিল্লা) ১২ই নভেম্বর সংঘটিত হয়। এতে ৬ জন গ্রামবাসী নির্মম হত্যার শিকার হন।
ছেঙ্গাগাছিয়া গ্রামটি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় অবস্থিত। ১২ই নভেম্বর পাকবাহিনী এ উপজেলার মাইচাইল গ্রামে প্রবেশ করে সেখান থকে ৬ জন নিরীহ মানুষকে আটক করে এবং তাদের খেজুর কাটা দিয়ে পিটিয়ে ছেঙ্গাগাছিয়া পুলের কাছে নিয়ে গুলি করে হত্যা করে। এ হত্যাকাণ্ডের যারা শিকার, তারা হলেন- দীনেশ দত্ত, সতীশ দত্ত, নিবারণ দত্ত, দেবেন্দ্র দত্ত, হরি সিংহ ও মহেন্দ্র নন্দী। এদিন বিকেলে শহীদ ৬ জনকে মাইচাইল বাড়ৈপাড়ায় গণকবর দেয়া হয়। [শফিউদ্দিন তালুকদার]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৩য় খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!